Malda: মালদায় পিটিয়ে খুন তৃণমূল নেতা

মালদার (malda) কালিয়াচকের সুজাপুরের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীকে বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে খুন। স্থানীয়রা তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। শোকে বিহবল…

TMC logo with flowers in the background

মালদার (malda) কালিয়াচকের সুজাপুরের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীকে বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে খুন। স্থানীয়রা তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। শোকে বিহবল তাঁর পরিবার। তিনি প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন।

মালদার তৃণমূল নেতা খুনে কংগ্রেসের দিকে অভিযোগ।  মন্ত্রী সামিনা ইয়াসমিন কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

   

মনোনয়ন পর্ব পেরিয়ে চলছে স্ক্রুটিনি। দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময় বাঁশ, লাঠি নিয়ে হামলা করা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজ্যে খুন। এই নিয়ে গত এক সপ্তাহে রাজ্যে ভোটের বলি হলেন ছয় জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালদার সুজাপুর গ্রাম পঞ্চায়েতে ওই কর্মীকে প্রার্থী করে তৃণমূল। শনিবার দুপুর দেড়টা নাগাদ সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন মুস্তাফ নামের ওই ব্যক্তি। সেই সময় বাঁশ, লাঠিসোঁটা, লোহার রড নিয়ে হামলা চালানো হয়। সুজাপুরের প্রাক্তন গ্রাম প্রধানও তিনি। মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।

পঞ্চায়েতের আগেই এক সপ্তাহে রাজ্যে ৬ জনের মৃত্যু। মনোনয়ন শেষে আজ ছিল স্ক্রুটিনীর দিন। ফের ভোটের বলি। ফের মৃত্যু। পঞ্চায়েতের আগে সন্ত্রাসের ঘটনায় আতঙ্কিত সকলে। এরপর নির্বাচনের দিন কী হবে উঠছে প্রশ্ন।