East Bengal: ইস্টবেঙ্গলে সই দুই বিদেশি তারকার, কী বললেন দুজনে?

নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে যে একাধিক বিদেশি ফুটবলার কে সই করাবে ইস্টবেঙ্গল (East Bengal) তা গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। এক্ষেত্রে বারবার উঠে…

Avier Siverio and Saul Crespo

নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে যে একাধিক বিদেশি ফুটবলার কে সই করাবে ইস্টবেঙ্গল (East Bengal) তা গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। এক্ষেত্রে বারবার উঠে আসছিল হায়দরাবাদ এফসির দুই তারকা ফুটবলার বোরহা হেরেরা ও জাভিয়ের সিভেরিওর নাম। অন্যদিকে ওডিশা এফসির তারকা ফুটবলার সউল ক্রেসপোর নাম। তাতেই শীলমোহর পড়ল এবার।

যারফলে, আসন্ন ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গলের হয়েই খেলতে দেখা যাবে জাভিয়ের সিভেরিও ও সউল ক্রেসপো। তাছাড়া গত কয়েকদিন আগেই একই দলে সই করেছেন বোরহা হেরেরা। এই দুই ফুটবলারের আগমনে দল যে আরও শক্তিশালী হয়ে উঠল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

আজ কিছুক্ষন আগেই ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এই দুই তারকার যুক্ত হওয়ার কথা। এই দুই বিদেশির প্রসঙ্গে ইমামি কর্তা দেবব্রত মুখার্জী বলেন, আমরা এই দুই তারকা ফুটবলার কে পেয়ে যথেষ্ট খুশি। বিশেষ করে জাভিয়ের সিভেরিও গত কয়েক মরশুম ধরে হায়দরাবাদ দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করে আসছেন। অন্যদিকে সউল গত মরশুমের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমরা আশাবাদী দলের কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে তারা নিজেদের আর শক্তিশালী করে তুলবে। পাশাপাশি দলের হয়ে নিজেদের সেরাটা দেবে।

দলের সঙ্গে যুক্ত হওয়ার পর সিভেরিও বলেন, দেশের এমন ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার কাছে ব্যাপক সম্মানের। ভারতে আমার জার্নি এগিয়ে নিয়ে যেতে পেরে আমি খুব খুশি। দলের কোচ কার্লোস কুয়াদ্রাতের পরিকল্পনা ও দলের লগ্নিকারী সংস্থার ভাবনা যথেষ্ট আকর্ষনীয়। হায়দরাবাদ দলের মতো এখানেও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি দেখেছি লাল-হলুদ সমর্থকরা সর্বদা কিভাবে দলের পাশে থাকে। দলকে সমর্থন করে। তাদের সামনে থেকে দেখার জন্য মুখিয়ে রয়েছি। জয় ইস্টবেঙ্গল।

অপরদিকে ওডিশা এফসির এই প্রাক্তন তারকা বলেন, আমি যখন জানতে পারি যে লাল-হলুদ আমাকে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে তখন আর অন্যকিছু ভাবিনি। ইস্টবেঙ্গল দেশের অন্যতম সেরা একটি ক্লাব। যাদের বিড়াট সমর্থন রয়েছে। গত বছর আমি কলকাতা ডার্বি দেখেছি, আমি যথেষ্ট অভিভূত হয়েছি। দলের হয়ে খেলতে নামার জন্য আমি তৈরি।