Malda: পাইপগান নিয়ে তান্ডব চালিয়ে গ্রেফতার তৃণমূল নেতা

মালদায় (Malda) তৃণমূল নেতার দাদাগিরি অবস্থায় পিস্তল হাতে দাপাদাপি। শাসক দলের নেতার হুমকি স্থানীয়দের। আর তাতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, পিস্তলসহ তৃণমূল…

TMC leader arrested in Malda

মালদায় (Malda) তৃণমূল নেতার দাদাগিরি অবস্থায় পিস্তল হাতে দাপাদাপি। শাসক দলের নেতার হুমকি স্থানীয়দের। আর তাতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, পিস্তলসহ তৃণমূল নেতা পূরণ মুসহরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তৃণমূলের এই নেতা হাতে পাইপগান নিয়ে গোটা এলাকায় দাপিয়ে বেড়িয়েছে। অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকায় তান্ডব করেছে বলে স্থানীয়দের একাংশ অভিযোগ করেছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে হাতেনাতে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্রসহ।

পাশাপাশি আরও জানা গিয়েছে, আজ তাঁকে মালদার চাঁচোল আদালতে তোলা হয়েছিল। এই তৃণমূল নেতার স্ত্রী কিছুদিন আগে পর্যন্তও ভালুদা পঞ্চায়েতের প্রধান ছিলেন। কিছুদিন আগে তৃণমূলেরই একাংশ নেতাকর্মীরা তাকে অপসারণ করে। গোটা এলাকায় সে একজন দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত।

Advertisements

আর এরপরই প্রশ্ন উঠছে শাসক দলের কর্মী হয়ে কিভাবে আগ্নেয় অস্ত্র রাখার অধিকার পায়। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সম্প্রতি, যেই করুক দোষ সে শাসকদলের হোক বা বিরোধী দলের শাস্তির সবার জন্য একই। এই বিষয় নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।