দুয়ারে করজোড়ে ক্ষমা চাইছেন শত্রুঘ্ন সিনহারা! মমতার রোষে আজব কান্ড মালদহতে

একুশের মঞ্চ থেকে মালদহ নিয়ে সরব হয়েছিলেন মমতা (Mamata Banerjee)। গত বিধানসভা নির্বাচনে মালদহের আম বেশ ভালোই জুটেছিল মমতার তৃণমূলের ভাগে। কিন্তু চব্বিশের লোকসভায় মমতার…

একুশের মঞ্চ থেকে মালদহ নিয়ে সরব হয়েছিলেন মমতা (Mamata Banerjee)। গত বিধানসভা নির্বাচনে মালদহের আম বেশ ভালোই জুটেছিল মমতার তৃণমূলের ভাগে। কিন্তু চব্বিশের লোকসভায় মমতার আমসত্ত্বের আশা কার্যত বিফলে গিয়েছে। মালদহ উত্তর এবং দক্ষিণ দুই আসনের কোনটাতেই জয় জোটেনি তৃণমূলের।

জয়ের মালার মধ্যেও মালদহের কাঁটা তৃণমূল নেত্রীর মনে ভালই বিধেছে। ধর্মতলার শহীদ সমাবেশের মঞ্চে মালদহ নিয়ে মমতার ক্ষোভ এবং হতাশা সে কথাই পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। কিন্তু মমতার বক্তব্য আসলে যে মালদহের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি ছিল, তা বুঝতে ভুল করেননি মালদহ জেলা নেতৃত্ব। তার উপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই মঞ্চে দাঁড়িয়ে কাউন্সিলর এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের চরম হুঁশিয়ারী দিয়েছেন।

   

তাই ড্যামেজ কন্ট্রোলের কাজে আর দেরি করেননি মালদহের তৃণমূল কাউন্সিলর। সকাল-সকাল আমজনতার দরজায় ঘুরতে শুরু করেছেন শত্রুঘ্ন সিনহারা। তবে এই শত্রুঘ্ন সিনহা কিন্তু আসানসোলের সাংসদ নন। ইনি ওল্ড মালদহ পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। মমতার নির্দেশের পর চারদিন কাটতে না কাটতেই নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরতে শুরু করেছেন তিনি।

রাজ্যের জমি অধিগ্রহণে অনীহা, বাংলায় রেল প্রকল্পে ঢিলেমির কারণ: রেলমন্ত্রী

হাতে মমতার ছবি নিয়ে লোকের বাড়ি বাড়ি ঘুরছেন শত্রুঘ্ন। সঙ্গে রয়েছেন তাঁর অনুগামীরাও। নিজের ওয়ার্ডের বাসিন্দাদের কাছে তিনি জানতে চাইছেন যে, কেন গত লোকসভাতে তৃণমূলকে পছন্দ করেন নি তারা? এলাকার মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি জনসংযোগের মাধ্যমে দলের বার্তা পৌঁছে দেওয়ারও কাজ করছেন শত্রুঘ্ন।

কাউন্সিলরের গলায় রীতিমতন ঝরে পড়েছে আক্ষেপেরই সুর। সারা বছর লোকজনের বিপদে-আপদে পাশে থাকা সত্ত্বেও কেন ভোটের সময় ভোট পাওয়া গেল না? জানা প্রশ্নের এই অজানা উত্তরই দুয়ারে দুয়ারে ঘুরে খোঁজ করছেন তিনি। ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে মমতার বক্তব্যও অনেকটা ছিল একই রকম। মালদহবাসীর কাছে তাঁর প্রশ্ন ছিল, ‘কংগ্রেস বিজেপি তো কোনো কাজের কাজই করেনা, যারা সারা বছর কাজ করল সেই তৃণমূলকে কেন ভোট দিলেন না আপনারা?’

মমতার বুদ্ধিতেই কাটল আলুর আকাল? ধর্মঘট তুলে নেওয়ায় কমতে পারে দামও!

একুশের মঞ্চে অভিষেক একদিকে কাউন্সিলরদের আত্মতুষ্টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তারপরপরই মমতার বক্তব্যে ফুটে উঠেছিল মালদহ হাতছাড়া হওয়ার হতাশা। বিশেষজ্ঞ মহলের মতে রাজ্যের বিভিন্ন পৌরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে। যা বেশ ভালমতই কানে পৌঁছেছে তৃণমূলের দুই হেভি ওয়েটের। কাউন্সিলরদের প্রভাব-প্রতিপত্তি এবং হঠাৎ করে আকাশচুম্বী আর্থিক উন্নতি মমতারও চোখ এড়াচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

আর সেক্ষেত্রে কড়া শাস্তির খাঁড়া নেমে আসতেই পারে অনেক কাউন্সিলারের উপরেই। সেরকম সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেই ভয়ে কাঁটা হয়ে আছেন এখন অনেক কাউন্সিলারই। আর সেই ভয় থেকে কি পথে নেমেছেন ওল্ড মালদার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? নাকি মমতার হতাশার হাহাকারে আত্মগ্লানি অনুভব করছেন তিনি?

Mamata Banerjee: ফিরল রেড রোডের দুর্ঘটনার স্মৃতি! সময়ের হেরফেরে বড় বিপদ এড়ালেন মমতা

এই প্রশ্নের কোনও উত্তরই যে সরাসরি পাওয়া যাবে না সেটাই স্বাভাবিক। তবে গোটা মালদহ জুড়ে আগামী দিনে যেই একই চিত্র দেখা যেতে চলেছে, সেটা সহজেই অনুমান করা যায়। পরাজয়ের কারণ জানতে চেয়ে কাউন্সিলরদের পথে নামাই কী জয়ের পথ দেখাবে মালদহের তৃণমূলকে? ২৬ এর বিধানসভাতেই সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।