Nisith Pramanik: খুনের মামলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের গ্রেফতারে সুপ্রিম স্থগিতাদেশ

তৃণমূল কংগ্রেস সমর্থক খুনের মামলায় সাময়িক স্বস্তি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (Nisith Pramanik) নিশীথ প্রামানিকের। এতে বিজেপি শিবির হাঁফ ছাড়ল। এই খুনের মামলায় নিশীথের রক্ষাকবচ ছিল না।…

তৃণমূল কংগ্রেস সমর্থক খুনের মামলায় সাময়িক স্বস্তি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (Nisith Pramanik) নিশীথ প্রামানিকের। এতে বিজেপি শিবির হাঁফ ছাড়ল। এই খুনের মামলায় নিশীথের রক্ষাকবচ ছিল না। তাঁকে রক্ষাকবচ দেয়নি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এরপরই তাকে গ্রেফতারের দাবিতে সরব হয়ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তড়িঘড়ি নিশীথ প্রামাণিক সুপ্রিম কোর্টে আপিল করেন। সেই আপিলের শুনানিতে এখনই নিশীথ প্রামাণিককে গ্রেফতার করা যাবে না বলেছে সুপ্রিম কোর্ট। 

সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বাম আমলে একটি চুরির মামলায় নিশীথ প্রামাণিকের নাম আছে। সেই মামলাতে হাজিরা না দেওয়ায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পরে হাজিরা দেন তিনি।

এবার ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তিকে খুনের ঘটনায় নাম জড়িয়েছে নিশীথ প্রামাণিকের। অভিযোগ,  তাঁর নির্দেশেই চালানো হয়েছিল গুলি। অভিযোগের ভিত্তিতে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছেন পুলিশ। সেই মামলায় জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। হাইকোর্ট রক্ষাকবচ দেয়নি। ফলে বিপাকে পড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বাড়ছিল গ্রেফতারির আশঙ্কা। আইনি পথে গ্রেফতারি আটকাতে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন নিশীথ।