SSC Scam: নম্বর গরমিলে ববিতার ‘হকের চাকরি’র দাবিদার অনামিকা

চাকরি তুমি ঠিক কার! এসএসসি নম্বর গরমিলের কারণে  এবার ববিতা ও অনামিকার লড়াই শুরু হতে চলেছে। এবার ‘হকের চাকরি’র দাবিদার শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায়। তিনি…

SSC Scam: নম্বর গরমিলে ববিতার 'হকের চাকরি'র দাবিদার অনামিকা

চাকরি তুমি ঠিক কার! এসএসসি নম্বর গরমিলের কারণে  এবার ববিতা ও অনামিকার লড়াই শুরু হতে চলেছে। এবার ‘হকের চাকরি’র দাবিদার শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায়। তিনি আইনি পথ নিতে চলেছেন। নিয়োগ দুর্নীতির জেরে আদালতের নির্দেশে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। এবার এসএসসি নম্বর গরমিলের কারণে তিনি চাকরি হারানোর মুখে। এএসসি নিয়োগ দুর্নীতির. (SSC Scam) এ এক নতুন দিক উঠে আসছে।

ভুয়ো শিক্ষিকা অঙ্কিতা অধিকারীর থেকে ‘হকের চাকরি’ আইনি পথে আদায়কারী ববিতা অবশ্য জানান, আদালত যা নির্দেশ দেবে তাই তিনি মানবেন।

Babita sarkarউপরের ছবি অঙ্কিতা অধিকারী ও ববিতা সরকার

জানা যাচ্ছে, পর্ষদের ভুলে ২ নম্বর বেশি পেয়ে একেবারে আট ধাপ উপরে ২০ র‍্যাংকে উঠে এসেছিলেন ববিতা। তার পিছনেই ২১ র‍্যাংকে চলে যান অনামিকা। এই ভুল  প্রকাশ্যে আসতেই অনামিকা তৈরি তার চাকরি আদায়ের জন্য।

SSC Scam: নম্বর গরমিলে ববিতার 'হকের চাকরি'র দাবিদার অনামিকাছবি: ববিতা সরকার ও অনামিকা রায়

অনামিকা রায় জানিয়েছেন, ববিতা আইনি লড়াই করে চাকরি পেয়েছেন। তার দেখানো পথেই চলব।  পর্ষদ কিংবা ববিতা যারই ভুল হোক ২ নম্বর বেশি পেয়েছেন ববিতা। সেই ২ নম্বর পেলে আমি এগিয়ে যাব। তাই আমাকেই চাকরি দেওয়া উচিত।

Advertisements

নম্বর নিয়ে গরমিলের অভিযোগ মেনে নিয়েছেন ববিতা সরকার।  তিনি  জানান, এস‌এসসি অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দিয়েছে। এই নম্বর বাদ গেলে তাঁর চাকরি যে চলে যেতে পারে।  এস‌এসসি আগে নম্বর বিভাজন প্রকাশ করেনি বলেই এই বিপত্তি বলে জানান ববিতা। তিনি বলেন চাকরি পাওয়ার তিন মাস পর নম্বর বিভাজন প্রকাশ হয়েছে। আগে‌ শুধু মেধাতালিকা বের করেছিল। ববিতা বলেন, তালিকার ভিত্তিতে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে মামলা করেছিলাম।

Minister Paresh Adhikari daughter

প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও কোচবিহারের মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার নিয়োগ ছিল বেআইনি। আদালতে সেটি প্রমাণ হয়। সেই চাকরি পান মামলাকারী ববিতা সরকার। এবার নম্বর বিভাজনে দেখা যাচ্ছে ববিতার থেকে অন্তত দুজন এগিয়ে আছেন। আদালতের নির্দেশ মেনে চলবেন বলে জানান ববিতা। তিনি বলেন, আইনজীবীকে জানিয়েছি। আমার লড়াই এসএসসিতে অন্যায় নিয়োগের বিরুদ্ধে।