মহিলাদের সুরক্ষার্থে এবার শিলিগুড়িতে থাকবে উইনার্স টিম

এবার কলকাতা পুলিশের পদাঙ্ক অনুসরণ করে শিলিগুড়িতে মহিলাদের নিয়ে গঠিত হল উইনার্স। জানা গিয়েছে, শিলিগুড়িতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উইনার্স বাহিনী শিলিগুড়ির জায়গায় জায়গায় থাকবে। বাইক নিয়ে টহল দেবে। যেকোনও জায়গাতে মহিলাদের নিরাপত্তায় সমস্যা হলেই ডাকা হবে উইনার্সকে। শুক্রবার উইনার্স বাহিনীর উদ্বোধন করে পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, ‘এবার থেকে শিলিগুড়িতে মহিলারা মহিলাদেরই রক্ষা করবে। যেকোন অপরাধ হলেই তা দমন করতে এগিয়ে আসবে নারী বাহিনী উইনার্স। শিলিগুড়ি ছাড়াও মাটিগাড়া,বাগডোগরা এবং চম্পাসারিতে উইনার্স বাহিনী বিপদে পড়া মহিলাদের রক্ষা করবে।’ এদিকে প্রশাসনের এহেন উদ্যোগে খুশি মহিলারাও।

   

পুলিশ জানায়, ‘লোকসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে বেড়েছে অপরাধও তাই শিলিগুড়িতে প্রয়োজন উইনার্সের। এবার শিলিগুড়ি নিরাপদে থাকবে। সিটি পুলিশের পক্ষ থেকে একটি অল-উইমেন ‘উইনার্স টিম’ গঠন করা হয়েছে, যা ১৫ এপ্রিল থেকে কাজ শুরু করেছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন