শিবের মাথায় জল ঢাললেন শিলিগুড়ির (Siliguri) বিধায়ক। রবিবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) জল ঢাললেন দেবাদিদেব মহাদেবের মাথায়। এদিন সকালে শিলিগুড়ির একটি নামী মন্দিরে বিধায়ক শঙ্কর ঘোষ জল ঢাললেন মহাদেবের মাথায়। হাতজোড় করে প্রার্থনা করলেন মহাদেবের কাছে। একদা বামপন্থী নেতা শঙ্কর ঘোষ পরে জানালেন, আমি নিজে একজন শিবভক্ত। তাই আজকের দিনটার জন্য সারা বছর ধরেই চেয়ে থাকি। আমি চাই সবাই ভালো থাকুক। সবার মঙ্গল হোক।
এদিন শিবের মাথায় জল ঢালবার পরে শিব ঠাকুরের মহা প্রসাদ বিতরন করলেন বিধায়ক।নিজে দাড়িয়ে থেকে প্রসাদ দিলেন পথচারীদের। জানালেন, সবাই আজকের দিনটিতে খেয়ে শান্তিতে থাকুক। সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের কাছে এতটুকুই প্রার্থনা করি। আমরা সবাই মানুষ আমাদের অনেক ভুল হয়। তবে ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। আবার সামনের বছরে ভোলেবাবার মাথায় যেন ঠিকভাবে জল ঢালতে পারি এটাই প্রার্থনা করলাম ঠাকুরের কাছে, জানালেন শিলিগুড়ির বিধায়ক।