Siliguri: নেশায় আশক্ত টিন এজারদের বাঁচাতে হুক্কা বার বন্ধের নির্দেশে

হুক্কা বারে গিয়ে সুখটান দেওয়ার দিন শেষ এবার শিলিগুড়িতে (Siliguri)। এমনই নির্দেশ জারি হয়েছে। কলকাতায় আগেই বন্ধ হয়েছে এই ধরণের নেশা। দিনের পর দিন এই…

Hookah bar

হুক্কা বারে গিয়ে সুখটান দেওয়ার দিন শেষ এবার শিলিগুড়িতে (Siliguri)। এমনই নির্দেশ জারি হয়েছে। কলকাতায় আগেই বন্ধ হয়েছে এই ধরণের নেশা। দিনের পর দিন এই বারগুলিকে নিয়ে চরম অশান্তি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। হুক্কা বার বন্ধের চুড়ান্ত দিনের অপেক্ষা।

শিলিগুড়িতে ব্যাঙের ছাতার মতন শহরাঞ্চলে ছড়িয়ে পড়েছে হুক্কা বার। টিন এজারদের ভিড়ে গমগম করত এই বারগুলো। এই সব হুক্কা বারে কিশোরীদের দেখা যাচ্ছিল বেশি। শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হুককা বারগুলিতে ঝামেলা এবং অশান্তির খবর আশছিল। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন শিলিগুড়িবাসী।

   

সম্প্রতি মেয়র গৌতম দেব নিজেও হুক্কা বার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। রাজ্য প্রশাসনের সদর নবান্নতে এ বিষয়ে আলোচনা হয়। সবুজ সংকেত আসতেই শিলিগুড়িতে হুক্কা বার বন্ধের তোড়জোর শুরু হয়েছে।

আসন্ন বড়দিন ও ইংরাজি নববর্ষে হুক্কা বারে কিশোর-কিশোরীদের ভিড় আটকাতেই উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়িতে বন্ধ হচ্ছে হুক্কা বার। পুলিশ প্রশাসন যেনতেন প্রকারেএই বারগুলিকে বন্ধ করতে উদ্যোগী।