Jalpaiguri: স্কুলের ব্যাগে ভারত থেকে ভুটানে রেড পান্ডার চামড়া পাচার

আন্তর্জাতিক সীমান্তে বন্য পশুর চামড়া পাচার রুখল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা বন বিভাগ। সূত্রের খবর, ভারত থেকে জঙ্গলের পথ ধরে ভুটানে বন্য পশুর চামড়া পচার করা…

আন্তর্জাতিক সীমান্তে বন্য পশুর চামড়া পাচার রুখল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা বন বিভাগ। সূত্রের খবর, ভারত থেকে জঙ্গলের পথ ধরে ভুটানে বন্য পশুর চামড়া পচার করা হয় দুই দেশের মধ্যে। ভুটান থেকে সেই চামড়া চলে যায় থাইল্যান্ড হয়ে বিভিম্ন দেশে।

জলপাইগুড়ির বৈকন্ঠপুর বন বিভাগের অন্তর্গত বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা রুখলেন বন্য পশুর চামড়া পাচার। একটি চিতা ও দুটি রেড পান্ডার ছাল সহ তিন পাচারকারী ধৃত।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পাচারকারীরা স্কুল ব্যাগের ভিতর চিতা ও রেড পান্ডার ছাল নিয়ে যাচ্ছিল। নেপাল থেকে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গলের ভিতর দিয়ে এই চামড়া ভুটানে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের।

বিশ্ব জুড়ে চিতা ও রেড পান্ডার চামড়ার বিশেষ কদর আছে। রেড পান্ডার মতো নিরীহ বিরল প্রাণীরা এমনিতেই ঝুঁকির মু়খে। তাদের মেরে চামড়া পাচার চলছে।

ধৃত পাচারকারীদের নাম ইয়াকপা শেরপা, গোবিন্দ সাম্বা লিম্বু এবং চন্দ্রপ্রকাশ চিমজং। এরা তিন জনেই নেপালের বাসিন্দা।