Jalpaiguri: একাধিক হাঁসের ছানা গিলে পড়েছিল অজগর

খুব খিদে পেয়েছিল। গ্রামে ঢুকে একটার পর একটা হাঁসের ছানা গিলে খিদে মিটিয়ে নেয় অজগর। পেট ভরে যাওয়ার পর আর নড়বার ক্ষমতা নেই। পুকুর পাড়ে অজগর পড়ে আছে দেখে জলপাইগুড়ির (Jalpaiguri) সোমাপাড়া গ্রামে ছড়ায় চাঞ্চল্য।

Jalpaiguri-Python

খুব খিদে পেয়েছিল। গ্রামে ঢুকে একটার পর একটা হাঁসের ছানা গিলে খিদে মিটিয়ে নেয় অজগর। পেট ভরে যাওয়ার পর আর নড়বার ক্ষমতা নেই। পুকুর পাড়ে অজগর পড়ে আছে দেখে জলপাইগুড়ির (Jalpaiguri) সোমাপাড়া গ্রামে ছড়ায় চাঞ্চল্য।

অজগর দেখতে পায় স্থানীয় কয়েকজন শিশু, কিশোর। তড়িঘড়ি তারা গ্রামের বড়দের খবর দেয়। সবাই এসে সুলকাপাড়া সর্পপ্রেমী যুবক ফরিদুল হককে খবর দেন। তিনি অজগরটিকে উদ্ধার করলে স্বস্তি ফেরে এলাকায়।

Advertisements

ফরিদুল ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির অজগরটিকে উদ্ধারের করার পর বন দপ্তরের সুলকাপাড়া বিটের হাতে তুলে দেন। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বিট অফিসার ইমরান আসলাম বলেন, ‘খাবার খেয়ে অজগরটি নিশ্চল হয়েছিল।‘ বনের অজগর বনে ফিরেছেন।