Siliguri: ‘একনায়ক’ বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার, শিলিগুড়ি সরগরম

বিধায়ক একনায়কতন্ত্র কায়েম করেছেন। এই অভিযোগ তুলে শিলিগুড়িতে (Siliguri) পড়ল পোস্টার। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি (BJP) বিধায়ক আনন্দময় বর্মণ। তিনি আবার দার্জিলিং…

Posters are pasted against the BJP district president of Siliguri

বিধায়ক একনায়কতন্ত্র কায়েম করেছেন। এই অভিযোগ তুলে শিলিগুড়িতে (Siliguri) পড়ল পোস্টার। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি (BJP) বিধায়ক আনন্দময় বর্মণ। তিনি আবার দার্জিলিং জেলা বিজেপির সভাপতি।

উত্তরবঙ্গে চাগাড় দিচ্ছে বিজেপির ঘরোয়া কোন্দল। বিধায়ক আনন্দময় বর্মনকে হটাও শিলিগুড়িতে বিজেপিকে বাঁচাও। এমনই দাবি করা হয়েছে পোস্টারে। অভিযোগ, নিজের বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দুর্বলতা ঢাকার আপ্রাণ চেষ্টা করে চলেছেন বিজেপির জেলা সভাপতি আনন্দময় বর্মন।

বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ, দলের জেলা সভাপতিকে তাঁরা আর গ্রহণ করতে নারাজ। তবে এই পোস্টার আদৌ বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ।

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা বামেদের গড় বলেই পরিচিত। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বামেদের দূর্গ সামলেছেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসা পরেও নিজের দূর্গ টিকিয়ে রেখেছিলেন অশোক। ২০১৯ এর পর থেকে শিলিগুড়িতে রাজনৈতিক পালাবদল ঘটতে শুরু করে। পাহাড় সহ সমতলে বাড়তে শুরু করে বিজেপির দাপট। গত বিধানসভা নির্বাচনে মাটিগাড়া নকাশালবাড়ি এবং শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক আসনে জয়লাভ করে বিজেপি। এখন আবার সেই বিজেপির অন্দরে কলহ দেখা দিতেই রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে।

যদিও এবিষয়ে মুখ খোলেননি স্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকি কোনও প্রতিক্রিয়া মেলেনি আনন্দময় বর্মনের তরফেও। কিন্তু বিজেপির এই দ্বন্দ্বের ফলে আসন্ন শিলিগুড়ি মহকুমা নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।