পুষ্পার ডায়ালগের সুরে মোদী বললেন, ‘আট সাল সির ঝুকনে নেহি দিয়া’

নজরে বিধানসভা ভোট। তার আগেই গুজরাটে গিয়ে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গুজরাটের রাজকোটে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গুজরাটের…

নজরে বিধানসভা ভোট। তার আগেই গুজরাটে গিয়ে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গুজরাটের রাজকোটে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গুজরাটের মানুষ আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

গত ৮ বছরে কী কী কাজ হয়েছে, তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। ‘তিনি বলেন, আমরা করোনায় মানুষকে সুযোগ-সুবিধা দিতে কাজ করেছি। ভ্যাকসিনের জন্য কাউকে এক টাকাও খরচ করতে হয়নি। এই আট বছরে আমরা কোনও ভারতীয়র মাথা নত করতে দিইনি। গত ৮ বছরে ভুল করে এমন কিছু হতে দেওয়া হয়নি, যার কারণে আপনাকে বা দেশের কোনও নাগরিককে মাথা নত করতে হচ্ছে। বছরের পর বছর ধরে, আমরা দরিদ্রদের সেবা, সুশাসন এবং দরিদ্র কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের মন্ত্র অনুসরণ করে আমরা দেশের উন্নয়নে নতুন গতি এনেছি।’

সরকারের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমরা আমাদের বাবা-মা ও বোনেদের জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দিয়েছি। কৃষক ও শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো টাকা। আমরা বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থাও করেছিলাম যাতে দরিদ্রদের মুখে অন্ন উঠতে পারে। গরিবদের যদি সরকার থাকে, তা হলে কী ভাবে তা কাজ করে, তাঁদের ক্ষমতায়নে কাজ করে, আজ সারা দেশের নজর সেদিকেই তাকিয়ে গোটা দেশ। এমনকি ১০০ বছরের সবচেয়ে বড় সংকটের মধ্যেও দেশটি ধারাবাহিকভাবে এই অভিজ্ঞতা অর্জন করেছে। মহামারী শুরু হলে দরিদ্ররা খাদ্য-পানীয়ের সমস্যার সম্মুখীন হয়, তাই আমরা দেশের খাদ্য মজুদ খুলে দিই।’