North Bengal: আহত উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং, ভর্তি হাসপাতালে

দুর্ঘটনায় আহত উত্তরবঙ্গের(North bengal) আইজি দেবেন্দ্র প্রকাশ সিং। শুক্রবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে যাওয়ার সময় দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। সেই সময় তাঁর গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ…

দুর্ঘটনায় আহত উত্তরবঙ্গের(North bengal) আইজি দেবেন্দ্র প্রকাশ সিং। শুক্রবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে যাওয়ার সময় দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। সেই সময় তাঁর গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ হয়। গুরুতর আহত হয়েছেন তিনি এবং তাঁর চালক। তাঁদেরকে গ্রীন করিডোর করে সেবক রোডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisements

 ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে।আজ সকালে এই‌ ঘটনাটি ঘটে। প্রতক্ষ্যদর্শীদের সাথে কথা‌ বলে জানা গিয়েছে, ডামডিমের কাছে একটি ডাম্পার মুখোমুখি চলে আসে। সেটা এড়াতেই গাড়িটি ঘোরানো হলেই সেটি উলটে যায়। 

   

ইতিমধ্যেই দুর্ঘটনাগ্ৰস্থ গাড়ির ছবি ভাইরাল হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটির সামনের অংশ। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় মাল থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক রবিন থাপা। উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশকর্মীরাও। দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইজিকে বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তাঁর। তাঁর অবস্থা স্থিতিশীল বলেও জানা গেছে। আইজির গাড়ির চালক হরলাল বরাই এই মুহুর্তে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। 

শুক্রবার সকালেই একজন প্রশাসনিক আধিকারিকের এধরনের দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এটা কী নিছক দুর্ঘটনা? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখা শুরু হয়েছে।