East Bengal FC: ডার্বি ম্যাচ নিয়ে বড় কথা শোনা গেল কনস্টাটাইনের গলায়

ডার্বি ম্যাচের আগে দাপুটে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC), নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। নর্থইস্ট দলকে ঘরের মাঠে ১-৩ গোলে উড়িয়ে লাল হলুদ শিবিরের…

East Bengal FC Coach Stephen Constantine

ডার্বি ম্যাচের আগে দাপুটে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC), নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। নর্থইস্ট দলকে ঘরের মাঠে ১-৩ গোলে উড়িয়ে লাল হলুদ শিবিরের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এমন আবহে আগামী ২৯ অক্টোবর, শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে ‘হাইপ্রেসার গেম’ ডার্বি ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।

সাম্প্রতিক সময়ে, টানা ৬ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। নিঃসন্দেহে,হাইল্যান্ডারদের বিরুদ্ধে পাওয়া ৩ পয়েন্ট ডার্বি ম্যাচের আগে বাড়তি মোটিভেশন লাল হলুদ খেলোয়াড় এবং কোচ স্টিফেন কনস্টাটাইনের কাছে। এই প্রসঙ্গে খেলা শেষে সাংবাদিকদের সামনে ইস্টবেঙ্গল হেডকোচ কনস্টাটাইনের সাফ কথা,”ডার্বির মতো ম্যাচে যে কোনও ফল হতে পারে। আমরা ম্যাচটার দিকে তাকিয়ে আছি এবং আরও আত্মবিশ্বাস নিয়ে।”

   

বোঝায় যাচ্ছে, ডার্বি ম্যাচ নিয়ে মাইন্ড গেম শুরু হয়ে গিয়েছে। এর আগে নর্থইস্টের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে কলকাতাতে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন মহাডার্বি ম্যাচ নিয়ে বড় কথা বলেছিলেন।ডার্বি ম্যাচ নিয়ে কনস্টাটাইনের কথা ছিল,”ডার্বি নিয়ে এখন আমার কোনও আগ্রহ নেই।সব ম্যাচই আমার কাছে স্পেশাল। ” আসলে চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টে কেরালা ব্লাস্টার্স এবং ঘরের মাঠ যুবভারতীতে হেরে গিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন ইস্টবেঙ্গলের বৃটিশ কোচ।

গোঁদের ওপর বিষফোঁড়া খেলোয়াড় সুমিত পাসি। লাল হলুদ সমর্থকদের কাছে দিন প্রতিদিন অসহ্য,অসহনীয় হয়ে উঠেছিল পাসি।হাইল্যান্ডারদের বিরুদ্ধে খেলতে যাওয়ার কয়েকদিন আগেই, কলকাতা লিগের ম্যাচ দেখতে গিয়ে সুমিত পাসি ইস্যুতে বিড়ম্বনাতে পড়তে হয়েছিল লাল হলুদ ব্রিগেডের পোড়খাওয়া বৃটিশ কোচকে। লাল হলুদ ভক্তরা ছেঁকে ধরেছিল কনস্টাটাইনকে কাছে পেয়ে,কৈফিয়ত চেয়েছিল ভক্তরা কনস্টাটাইনের কাছে কেন? কোন পারফরম্যান্সের ভিত্তিতে দিনের পর দিন প্রথম একাদশে জায়গা পেয়ে চলেছে ফুটবলার সুমিত পাসি?

নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচের আগে পাসির হয়ে জোর সওয়াল করার পরেও কনস্টাটাইনের পাসির প্রতি আগ্রহে কিছুটা হলেও ভাটা পড়ে ISL লিগ টেবিলের দিকে চোখ রেখে।একপ্রকার, বাধ্য হয়েই প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলা হয় পাসিকে। চাপের মুখে এই টেকনিক্যাল সিদ্ধান্ত কাজে আসে। লাল হলুদের আক্রমণ থেকে উঠে আসা রেজাল্ট সঠিক আসে তিন পয়েন্টের হাত ধরে।গুয়াহাটির রাস্তাতে অকাল দীপাবলির উৎসবে মেতে ওঠে গুটি কয়েক লাল হলুদ সমর্থক।

চাপের মুখে স্টিফেন কনস্টাটাইনের টেকনিক্যাল সিদ্ধান্তে বদল, বলা ভালো ভোল বদল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আজ তাই এই ভোল বদলের জেরে ডার্বি ম্যাচ নিয়ে মাইন্ড গেম শুরু করেছেন ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন। কনস্টাটাইন জানেন বাঙালির আবেগের ডার্বি ম্যাচের রঙ এখন সবুজ মেরুন, টানা ৬ বার ধরে।তাই হাইল্যান্ডারদের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে ডার্বি ম্যাচ প্রসঙ্গ উঠতেই গোটা বিষয়কে হাল্কা করার একটা প্রচেষ্টা ছিল কনস্টাটাইনের মধ্যে,এখন তা নেই।কেননা, লিগের পরের ম্যাচ ২৯ অক্টোবর আর ওই ম্যাচ বাঙালির প্রাণের ডার্বি ম্যাচ।তাই যাবতীয় ফোকাস এই হাইপ্রেসার গেম নিয়ে।