T-20 বিশ্বকাপ দলের স্পনসর হতেই শেয়ার দর বাড়ল আমূলের

Australia- এ শুরু হয়েছে T-20 বিশ্বকাপ। ভারতের বিখ্যাত ডেয়ারি কোম্পানি আমূলও (Amul) নেমেছে ২২ গজে। না, অবাক হওয়ার কিছু নেই। আসলে এবারের টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে…

Cricket Ireland secures Amul as T20 World Cup sleeve sponsor

Australia- এ শুরু হয়েছে T-20 বিশ্বকাপ। ভারতের বিখ্যাত ডেয়ারি কোম্পানি আমূলও (Amul) নেমেছে ২২ গজে। না, অবাক হওয়ার কিছু নেই। আসলে এবারের টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে স্পনসর করছে এই গুজরাতি সংস্থা। আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই চড়তে শুরু করেছে আমূলের শেয়ার দর।

আইসিসি টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড ক্রিকেট টিমের অফিসিয়াল স্পনসর আমূল। আমূলের লোগো দেওয়া জার্সি চাপিয়েই মাঠে নামছেন অ্যান্ড্রু বালনির্নি, পল স্টার্লিংরা। এই প্রসঙ্গে আমূলের চিফ অপারেটিং অফিসার জয়েন মেহতা বলছেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেট টিমের হাত ধরে ক্রিকেটের সঙ্গে আমূলের জয়যাত্রা শুরু হল। টি-২০ ফরম্যাটের সবচেয়ে বড় টুর্নামেন্ট টি-২০ বিশ্বকাপ। আমরা আগেও এর অংশ হয়েছি। আয়ারল্যান্ডের মতো একটা দলের হাত ধরে ফের আমরা ফিরে এলাম’।

আয়ারল্যান্ড দলেরও প্রশংসা করেছেন জয়েন মেহতা। তাঁর কথায়, ‘আয়ারল্যান্ড বরাবরই দর্শকদের চমকপ্রদ ক্রিকেট উপহার দিয়েছে। টি-২০ ফরম্যাটও চমকে ভরপুর। সেই প্রাণবন্ততার সঙ্গে অনুরণিত হবে আমূল’।

প্রসঙ্গত, গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন আমূল নামে পরিচিত। ভারতের বৃহত্তম দুগ্ধজাত পণ্য বিপণন সংস্থা। ব্র্যান্ডের বার্ষিক টার্নওভার ৮ বিলিয়ন ডলার। ৭৯ বিক্রয় অফিস, ১০ হাজার ডিলার এবং এক মিলিয়নেরও বেশি খুচরা বিক্রেতার নেটওয়ার্কের মাধ্যমে ভারত জুড়ে ব্যবসা চালিয়ে আমূল। এই সংস্থা জনপ্রিয় দুগ্ধজাত পণ্য যেমন দুধ, গুঁড়ো দুধ, স্বাস্থ্যকর পানীয়, পনির, মাখন, ঘি, আইসক্রিম ইত্যাদি বিক্রি করে। আমূল ভারতের দুগ্ধজাত পণ্যের বৃহত্তম রফতানিকারকও। শুধু তাই নয়, দেশের অন্যতম প্রশংসিত ও চর্চিত ব্র্যান্ড আমূল আইকনিক মার্কেটিং প্রচারণার জন্যও বিখ্যাত।