World Cup 2023: বিশ্বকাপের আগে আইনি সমস্যায় পড়লেন পাকিস্তানের বাবর আজম

বিশ্বকাপের (World Cup 2023)জন্য ভারত থেকে ভিসা পেয়েছে পাকিস্তান দল। এবার এখন ভারতে আসার জন্য প্রস্তুত বাবর আজমের নেতৃত্বে থাকা টিম পাকিস্তান। তবে বিশ্বকাপের আগেই…

Babar Azam and Challan

বিশ্বকাপের (World Cup 2023)জন্য ভারত থেকে ভিসা পেয়েছে পাকিস্তান দল। এবার এখন ভারতে আসার জন্য প্রস্তুত বাবর আজমের নেতৃত্বে থাকা টিম পাকিস্তান। তবে বিশ্বকাপের আগেই নতুন সমস্যা জড়িয়ে পড়লেন বাবর আজম। বাবরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে তাকে একটি অডি গাড়ি নিয়ে দেখা যাচ্ছে। তার পাশে একজন পুলিশ কর্মীও দাঁড়িয়ে রয়েছেন।

পাকিস্তানি ক্রিকেট ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পুলিশ বাবর আজমকে জরিমানা করেছে। বাবর আজম তার বিলাসবহুল গাড়ি নিয়ে হয়তো একটু ঘুরতে বেরিয়ে ছিলেন। ছবিতে তাকে স্লিপার পরা এবং টি-শার্ট, চশমা সহ শর্টস পরে থাকতে দেখা গিয়েছে। এই ছবিতে বাবরকে কিছুটা বিচলিতও দেখা যাচ্ছে। বলা হচ্ছে ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগে ওই পুলিশকর্মী বাবরকে আটকেছেন। তিনি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলেও কেউ কেউ অভিযোগ করেছেন। যার ফল স্বরূপ ট্রাফিক আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক।

এর আগে চলতি বছরের ১৯ মে নম্বর প্লেটের কারণে ট্রাফিক আইন ভঙ্গ করে আইনের জালে আটকা পড়েছিলেন বাবর আজম। এর পরেই তিনি টুইট করে ঘটনার ব্যাখ্যা করেছিলেন। উল্লেখ্য, বাবরকে নিয়ে অনেক ক্রিকেট অভিজ্ঞ ক্রিকেটার বিবৃতি দিয়েছেন। সম্প্রতি গৌতম গম্ভীর তাকে ভিন্ন ঘরানার ব্যাটসম্যান হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বকাপে তার পারফরমেন্স দেখার জন্য অনেকে উৎসাহিত। আইসিসি ওয়ানডে ক্রম তালিকায় এক নম্বরে রয়েছেন বাবর আজম। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচের জন্য ভক্তদের মধ্যে প্রচণ্ড উন্মাদনা তৈরি হচ্ছে কটনে। এই ম্যাচে বাবর কত রান করেন তা দেখার বিষয় হবে।