HomeWest BengalNorth BengalNaxalbari Murder: আদিবাসী যুবককে খুনের জেরে নকশালবাড়ি অগ্নিগর্ভ, নেপাল সীমান্তে অভিযান

Naxalbari Murder: আদিবাসী যুবককে খুনের জেরে নকশালবাড়ি অগ্নিগর্ভ, নেপাল সীমান্তে অভিযান

- Advertisement -

অগ্নিগর্ভ (maxalbari) নকশালবাড়ি। এক আদিবাসী ষুবককে পিটিয়ে খুনের (Naxalbari Murder) ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা দার্জিলিং জেলার নকশালবাড়িতে। নেমেনে ব়্যাফ ও পুলিশ। ওই আদিবাসী যুবকের মৃত্যুর জেরে একাধিক বাড়ি দোকানে হামলা হয়েছে। পঞ্চায়েত ভোটের আবহে এই খুন রাজনৈতিক কিনা তা স্পষ্ট নয়।

   

জানা যাচ্ছে সন্দেহভাজন কয়েকজম নেপালের দিকে চলে গেছে। তাদের ধরতে নেপাল সীমান্তের দিকে চলছে পুলিশের অভিযান। তবে নেপালের সীমান্ত কূটনৈতিক কারণে পার করবে না পশ্চিমবঙ্গ পুলিশ।

জানা গেছে বুধবার রাতে সুধীর নাগাসিয়া নামে এক ব্যক্তি তার চার বছরের অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। মুড়িবস্তি এলাকায় তাকে মারধর করা হয়।  গুরুতর জখম হন সুধীর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। এর পর থেকে নকশালবাড়ি অগ্লিগর্ভ। চলেছে হামলা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular