বিমান হাতছাড়া করায় ম্যাচের মাত্র কিছু ঘন্টা আগে হোটেলে পৌঁছবেন পাক ফুটবলাররা!

বর্তমানে ভারতে পৌঁছে গিয়েছে পাকিস্তান ফুটবল দল। তবে সেখানে ও দেখা দিয়েছে সমস্যা। আসলে সাফ চ্যাম্পিয়নশিপের এই প্রথম ম্যাচ খেলতে নামার মাত্র ছয় ঘন্টা আগে…

Majority of Pakistan Squad Misses Flight to Bengaluru After Landing in India

বর্তমানে ভারতে পৌঁছে গিয়েছে পাকিস্তান ফুটবল দল। তবে সেখানে ও দেখা দিয়েছে সমস্যা। আসলে সাফ চ্যাম্পিয়নশিপের এই প্রথম ম্যাচ খেলতে নামার মাত্র ছয় ঘন্টা আগে বেঙ্গালুরুর হোটেলে ঢুকছে দলের সমস্ত খেলোয়াড়রা। শুনতে অবাক লাগছে? কিন্তু আদতে এটাই ঘটেছে এবার। আজ সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট ম্যাচ খেলতে নামছে দুই দল। যতদূর খবর, দুপুর ১টার সময় হোটেলে আসবে পাক দলের সকলে।

পূর্বে মরিশাসে টুর্নামেন্টে খেলতে গিয়েছিল পাকিস্তান ফুটবল দল। সেখান থেকে পরবর্তী সময়ে ভারতে আসার সিদ্ধান্ত। যারফলে, প্রায় ১৭ ঘন্টার দীর্ঘ সফর করতে হয় তাদের। যে কারনে পাক বোর্ডের তরফ থেকে বহুবার ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হলেও তা নাকোচ করে দেওয়া হয়। সাফ জানিয়ে দেয় যে ম্যাচ আর পিছিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

   

যারফলে, ম্যাচ হবে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী। কিন্তু আদতে কোথায় দেখা দিল সমস্যা? আসলে মঙ্গলবার সন্ধ্যায় মরিশাস থেকে প্লেন ধরে পাকিস্তান ফুটবল দল। তারপর বুধবার রাত প্রায় ১টা নাগাদ মুম্বাইতে নামে গোটা দল। তবে একসাথে সকল খেলোয়াড়দের জন্য টিকিট বরাদ্দ করতে পারেনি পাক ফুটবল দল। যারফলে, মুম্বাই থেকে বেঙ্গালুরু আসতে মোট দুইটি ভাগে আনতে হয়েছে খেলোয়াড়দের। সেখানেই দেখা দিয়েছে সমস্ত সমস্যা। তারপর দেরীর কারনে ফ্লাইট মিস করার মতো সমস্যা ও দেখা দেয় পাক ফুটবলারদের। যারজন্য দেখা দেয় এই পরিস্থিতি।

পরবর্তীতে সমস্ত ভিসা, ফর্ম পূরণ থেকে শুরু করে সমস্ত কার্য করে নির্ধারিত সময়ে প্রথমভাগের খেলোয়াড়দের বিমানে ওঠা সম্ভব হলেও দ্বিতীয় গ্ৰপ কে আনতে গিয়ে দেখা দেয় সমস্যা। যারফলে, আবার নতুন করে ব্যবস্থা করতে হয় পাকিস্তান কে। এই দ্বিতীয় গ্রুপেই নাকি ছিল দলের অন্যতম সেরা ফুটবলাররা। তড়িঘড়ি করে তাদের টিকিটের ব্যবস্থা করে সকাল ৯ টা বেজে ১৫ মিনিট নাগাদ মুম্বাই থেকে বেঙ্গালুরু প্লেনে ওঠার ব্যবস্থা করা হয়। যারফলে দুপুর ১ টা নাগাদ কান্তিরাভা স্টেডিয়ামের সংলগ্ন হোটেলে পৌঁছনোর কথা দলের ফুটবলারদের। তবে এত কিছুর পরেও মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে মরিয়া পাক দল। ঠিক এমনটাই জানান হায়দার।