তৃণমূলকে উৎখাত করতে বিরোধীদের এককাট্টা হওয়ার ডাক দিলীপের 

মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশকে বহাল রাখে। অর্থাৎ গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের কয়েক…

মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশকে বহাল রাখে। অর্থাৎ গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশন বাংলার প্রত্যেক জেলা পিছু ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠায়।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠছে যে, যেখানে ৬১ হাজারেরও বেশি বুথ সেখানে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কি পর্যাপ্ত? এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সরাসরি আক্রমণ করে তিনি বলেন,”তবে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি তিলক দেওয়া হবে?”

বুধবার বিশ্ব যোগ দিবস উপলক্ষে মেদিনীপুরে কলেজিয়েট স্কুলে যোগ দিবস পালনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ। বিভিন্ন ছাত্র ও মানুষের সাথে এই দিবস পালন করেন তিনি। এরপর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন সেখানে সাংবাদিকদের সামনে।

দিলীপ ঘোষ বলেন, ” মনোনয়ন পর্বেই রাজ্যের ৯ জন খুন হয়ে গিয়েছেন। নির্বাচন শেষ হতে হতে জানিনা আরও কত কি হবে। নির্বাচনটাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে যা রাজ্যের মানুষের কাছে লজ্জা জনক। রথযাত্রার সাথে সাথে তৃণমূলের অন্তর্জলী যাত্রার শুরু হয়ে গেছে। গোষ্ঠী কোন্দলে জর্জরিত ওরা।“

মেদিনীপুরের সংসদ আরও বলেন, “আমাদের প্রার্থীদের উপর বিভিন্ন রকম চাপ তৈরি করা হচ্ছে তবে আমরা লড়াই করব। তবে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি তিলক দেওয়া হবে? যেখানে জেলার বেশিরভাগ বুথই স্পর্শকাতর। তবে এখন তৃণমূল বিরোধী সমস্ত দলকে এক হয়ে তৃণমূলকে হারাতে হবে । এজন্য সবাইকে এক হওয়া উচিত। পঞ্চায়েত থেকেই সেই পরিবর্তনের প্রয়োজন রয়েছে।”