Malda: চন্দ্রবিজয়ে অমাবস্যা! মিজোরামে সেতু ভেঙে মালদায় মৃত্যুমিছিল

দেশ চাঁদের কুমেরু স্পর্শের আনন্দে মাতোয়ারা। আর মালদার (Malda) পুখুরিয়ায় স্বজন হারানো শোকের বিলাপ। হৃদয় কাঁপানো ছবি এসে পৌছচ্ছে জেলার পুখুরিয়া থানার বিভিন্ন গ্রামে।  মিজোরামে…

দেশ চাঁদের কুমেরু স্পর্শের আনন্দে মাতোয়ারা। আর মালদার (Malda) পুখুরিয়ায় স্বজন হারানো শোকের বিলাপ। হৃদয় কাঁপানো ছবি এসে পৌছচ্ছে জেলার পুখুরিয়া থানার বিভিন্ন গ্রামে।  মিজোরামে রেল সেতু ভেঙে কমপক্ষে ২৬ জন নিহত (বুধবার রাত ৭.৩০ মিনিট পর্যন্ত)। কত নিহত তা স্পষ্ট নয়। এই সেতু নির্মাণের কাজে যাওয়া শ্রমিকদের মধ্যে পশ্চিমবঙ্গের ১৭ জন মৃত বলেই জানা যাচ্ছে।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে মিজোরাম সরকার।

  • মিজোরাম থেকে মালদায় আসবে সারি সারি কফিন।
  • মালদার পুখুরিয়ায় নিহতদের ছবি দেখে কান্না।
  • কুতুব মিনারের থেকে উঁচু রেল সেতু বানানো হচ্ছিল পাহাড়ি এলাকায়।
  • সেতু তৈরি নিয়ে উচ্ছসিত ছিলেন মোদী।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, ভেঙে পড়া রেল সেতুর নিচে অনেকেই আটকে আছেন। তাদের উদ্ধার করার কাজ চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনায় অনেকের মৃত্যু রয়েছেন মালদহের কয়েকজন। মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছি। পরিবারকে সব রকমের সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।

Malda

মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের একাধিক সংবাদ মাধ্যমের খবর, সেতুটির ভেঙে পড়া অংশের নিচে পড়ে আছে কয়েকজন। স্থানীয় উদ্ধারকারীদের দাবি, জখম অনেকেই অত্যন্ত আশঙ্কাজনক। এই ভয়াবহ সেতু দুর্ঘটনার পর মিজোরাম সরকার জানায়, মৃত শ্রমিকরা বেশিরভাগই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা।

মালদা জেলা প্রশাসন সূত্রে খবর,   পুখুরিয়া থানার অধীন কয়েকটি গ্রাম থেকে মিজোরামে কাজ করতে অনেকে গেছিলেন। নিহত শ্রমিকদের মধ্যে ১১ জনই পুখুরিয়া থানা এলাকার কাকলামারির চৌদুয়ার গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। চৌদুয়া গ্রামেই একই পরিবারের ছয় জন মৃত।

Mizoram

মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় নির্মাণাধীন রেলওয়ে সেতু ভেঙে পড়েছে। ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে ১০৪ মিটার উঁচু এই রেল সেতু বানানো নিয়ে প্রযুক্তির সাফল্য বলে বারবার দাবি করেছিল বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার। উচ্ছসিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। বলা হয়েছিল, সেতুটি দিয়ে রেল যোগাযোগে দুর্গম উত্তর পূর্বাঞ্চলকে নতুন দিশা দেখানো হল। সম্পূর্ণ তৈরি হওয়ার আগে এদিন সেই সেতু ভেঙে পড়ে।