পর্যটক টানতে মিরিককে আরো সাজানোর পরিকল্পনা

উত্তরবঙ্গে পর্যটন ব্যবস্থা আরো চাঙ্গা করতে উদ্যোগী হল প্রশাসন। শীঘ্রই উত্তরবঙ্গের মিরিককে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলা হবে প্রতিশ্রুতি দেওয়া হল প্রশাসনের তরফে। মিরিক…

উত্তরবঙ্গে পর্যটন ব্যবস্থা আরো চাঙ্গা করতে উদ্যোগী হল প্রশাসন। শীঘ্রই উত্তরবঙ্গের মিরিককে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলা হবে প্রতিশ্রুতি দেওয়া হল প্রশাসনের তরফে। মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই শুক্রবার মিরিকে সাংবাদিকদের জানান, ‘প্রস্তুতি চলছে । মিরিককে সবুজ শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে । মিরিক পুরসভা প্রতিটি ওয়ার্ডের চার থেকে পাঁচজন কর্মচারী ও স্বনির্ভর দলের সদস্যদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতার কাজ করছে । মিরিক পুরসভাও প্রতিদিন মিরিককে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে ।’

তিনি আরো জানান , জিটিএ , মিরিক থানা , মিরিক মহকুমা শাসকের সঙ্গে মিরিককে সবুজ শহর করার জন্য একটি বৈঠক করেছেন । আদালতের বিচারকরা মিরিক আসবেন এবং আনুষ্ঠানিকভাবে মিরিককে সবুজ শহর ঘোষণা করবেন । এ ব্যাপারে শুধু পুরসভার উদ্যোগই নয় , প্রতিটি মিরিকবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মিরিক এলাকা ছোট হওয়ায় সেখানে ইকো ট্যুরিজম হাব হবে।