পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, গল্ফগ্রিনে বিক্ষোভ বিজেপির

পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগে বিতর্ক বাড়ছে। এই ঘটনায় সার্জেন্ট সহ ৩ জনকে ক্লোজ করা হয়েছে। এই ঘটনায় থানার সামনে বিক্ষোভ করল বিজেপি। বিজেপির দাবি…

পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগে বিতর্ক বাড়ছে। এই ঘটনায় সার্জেন্ট সহ ৩ জনকে ক্লোজ করা হয়েছে। এই ঘটনায় থানার সামনে বিক্ষোভ করল বিজেপি।

বিজেপির দাবি মৃত দীপঙ্কর সাহার দাদা রাজীব সাহা কলকাতা পুরভোটে তাদের প্রার্থী হয়েছিলেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মৃতের পরিবারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর বিজেপির অভিযোগ, হাওড়ায় আনিস খানকে যেভাবে ছাদ থেকে ফেলে মারা হয়েছিল, এখানে দীপঙ্কর সাহাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারা হয়েছেে। সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি।

মৃত দীপঙ্কর সাহার পরিবারের বক্তব্য, ররিবার দুপুরে দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। অভিযোগ, রাত ৯টার সময় দীপঙ্করকে গুরুতর আহত অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে রেখে দিয়ে চলে যায় তারা।এরপর অসুস্থ হয়ে পড়েছিল সে৷ বুধবার তাকে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়৷ একটু সুস্থ বোধ করতেই তাঁকে ফিরিয়ে আনা হয়েছিল৷ বৃহস্পতিবার রাতে ফের অসুস্থ হলে এম আর বাঙ্গুরে ভর্তি করা হয় তাকে সেখানেই মৃত্যু হয় দীপঙ্করের।

এই ঘটনায় পুলিশ সার্জেন্ট অমিতাভ তামাংকে ক্লোজ করা হয়েছে।‘ক্লোজড’ কনস্টেবল তৈমুর আলি, সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডল।ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার।