নৌকায় সিলিন্ডার ফেটে মৃত একাধিক

শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বিহারে। জানা গিয়েছে, এদিন বিহারের পাটনার রামপুর দিয়ারা ঘাটে তাদের মোটরবোটে সিলিন্ডার ফেটে কমপক্ষে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা…

শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বিহারে। জানা গিয়েছে, এদিন বিহারের পাটনার রামপুর দিয়ারা ঘাটে তাদের মোটরবোটে সিলিন্ডার ফেটে কমপক্ষে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, বোটের এক কর্মী সেসময়ে রান্না করছিলেন, এরপর হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হতে শুরু করে। এরপর চোখের নিমেষে গ্যাস সিলিন্ডারটি ফেটে আগুন লেগে যায়। এই ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে পাটনার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর সিং জানান, “ঘটনাস্থলেই ৪ জন মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং নিহতদের সবার পরিচয় জানার চেষ্টা করছে”।

তিনি বলেন, ‘বিস্ফোরণের পর মোটর বোটটি ডুবে না যাওয়ায় তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। মোটর বোটে এলপিজি সিলিন্ডার বহন করা অবৈধ।”