Udayan Guha: বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে পেটাব বললেন মন্ত্রী উদয়ন গুহ

Nishith Pramanik a robber said Udayan Guha

লোকসভা ভোটের আগে গোটা রাজ্য জুড়ে নজরে আসছে তৃণমূল নেতা, মন্ত্রীদের হুমকির। বারবার বিতর্কের কেন্দ্রে থাকেন উত্তপবঙ্গ উন্নয়নমন্ত্রী (Udayan Guha) উদয়ন গুহ। এবার তিনি বললেন ‘তৃণমূল কর্মীদের ওপর হামলা হলে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে’। উদয়ন হুমকির কোচবিহার সহ রাজ্য সরগরম।

Advertisements

১০০ দিনের কাজের টাকার দাবিতে সোমবার কেন্দ্রীয় । স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা ভেটাগুড়িতে পদযাত্রা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ভেটাগুড়িতে পদযাত্রায় এসে হুঁশিয়ারির সুর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের গলায়। তিনি বলেন, ‘বিজেপির সন্ত্রাসে তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ বেরোতে সাহস পাচ্ছেন না৷ তৃণমূল কর্মীদের ওপর হামলা হলে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে।’

Advertisements

যদিও এপ্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, ‘ওঁনার পেছনে জনসমর্থন নেই। এসব হুমকিকে আমরা পাত্তা দিই না। এমন অশালীন কথা একজন মন্ত্রীর মুখে কখনো মানায় না। ওনাকে কেউ মানেনা।’

কোচবিহারে সাংসদ নিশীথ প্রামানিকের বিরুদ্ধেও সংঘর্ষে মদত দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। নিশীথ ও উদয়নের গরম বাকযুদ্ধে এলাকা রক্তাক্ত হয় বারবার বলে জানাচ্ছেন বাম নেতারা। তাদের দাবি, কোচবিহার থেকে মীনাক্ষী মুখার্জি যেভাবে ইনসাফ যাত্রা শুরু করেছেন তাতে তৃণমূল ও বিজেপি চিন্তিত।