Malda: মালদায় নিহত তৃণমূল নেতার স্ত্রীর দাবি ‘এক লাখ মুক্তি পণ চেয়েছিল ওরা’

তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে। বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার (Malda) রতুয়া…

তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে। বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার (Malda) রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের চাতর গ্রামে। অপহরণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি মৃতার পরিবারের। পুখুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম সাদেক আলি, বয়স ৫০। তিনি শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা আনোয়ারা বিবির স্বামী। পঞ্চায়েত সদস্যের স্বামীর এমন রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

   

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে আচমকাই বাড়ির বাইরে থেকে উধাও হয়ে যান সাদেক। অনেক খোঁজার পরেও কোনও হদিশ না পাওয়ায় রাতেই তারা পুলিশের দ্বারস্থ হয়। পুলিশও তৎপরতার সঙ্গে সন্ধান চালাচ্ছিলেন সাদেকের।

বুধবার দুপুরে রক্তাক্ত দেহ ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ সহ পরিবারের কাছে। পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের দাবি করছে, রাতে সাদেকের অপহরণের জন্য ফোন করে কে বা কারা এক লক্ষ টাকা দাবি করেছিলেন। তাই অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের তরফে।