Malda: ২১ জুলাই প্রস্তুতি সভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল, মঞ্চে পুলিশ

দুই গোষ্ঠির সমর্থকরা পরস্পরকে বিজেপির দালাল বলে তেড়ে যায়

পুলিশ নামল তৃ়ণমূল কংগ্রেসের গোষ্ঠির থামাতে। মঞ্চের নিচে উত্তেজিত সমর্থকরা চোখা চোখা মন্তব্য করছেন। আর রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়কে সেই সব মন্তব্য হজম করতে হলো। এক পর্যায়ে পুলিশ ঢুকল সেখানে। ঘটনাস্থল (Malda) মালদা।বৈষ্ণবনগর প্রমোদ মঞ্চে চলছিল তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি সভা।

এই সভা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল৷ বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ সুখেন্দু শেখর রায়।চরম অস্বস্তিতে শাসক শিবির৷ এই সভায় টিএমসি ব্লক সভাপতি দুর্গেশ সরকারের গোষ্ঠীর সঙ্গে বিধায়ক চন্দনা সরকার গোষ্ঠীর বচসা শুরু হয়। দুর্গেশ সরকারকে মঞ্চে কেন ডাকা হয়নি অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকদের একাংশ।

   

যদিও এবিষয়ে বিশেষ মুখ খুলতে চাননি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী৷ তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না৷ কেন্দ্রীয় নেতৃত্ব সুখেন্দু শেখর রায় উপস্থিত ছিলেন। জেলা সভাপতি উপস্থিত ছিলেন। বিষয়টি তাঁরা বিবেচনা করে দেখবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন