Malda: পঞ্চায়েত সমিতিতে এগিয়ে বাম জোট, মন্ত্রী তাজমূলের সমর্থকরা বাঁশের লাঠি বানাচ্ছে

ক্ষুদ্র শিল্প ও হোসিয়ারি মন্ত্রী তাজমূল হেসেনের খাস এলাকা মালদার (Malda) হরিশচন্দ্রপুর-১ এর গ্রাম পঞ্চায়েতে বিপুল জয়ী কংগ্রেস ও বাম জোট। এর জেরে বিপাকে মন্ত্রী।…

ক্ষুদ্র শিল্প ও হোসিয়ারি মন্ত্রী তাজমূল হেসেনের খাস এলাকা মালদার (Malda) হরিশচন্দ্রপুর-১ এর গ্রাম পঞ্চায়েতে বিপুল জয়ী কংগ্রেস ও বাম জোট। এর জেরে বিপাকে মন্ত্রী। এবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগে ভাইরাল ভিডিওতে ধরা পড়ল দেদার বাঁশের লাঠি বানাচ্ছে তৃণমূল সমর্থকরা।

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগের দিন ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল গোটা এলাকা জুড়ে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল কর্মীরা কাঁচা বাঁশ কেটে লাঠি তৈরি করছে। সেখানে উপস্থিত তৃণমূল নেতৃত্বকে বলতে শোনা গিয়েছে, সিপিএম, বিজেপি, কংগ্রেসের গুন্ডাগিরি রুখতে এই প্রস্তুতি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি kolkata 24/7

   

হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের খাসতালুকে হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। এরমধ্যেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগের দিন ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল জেলা জুড়ে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল নেতা-কর্মীরা কাঁচা বাঁশ কেটে লাঠি তৈরি করছেন। এই পঞ্চায়েত সমিতির গঠনকে ঘিরে গোটা হরিশ্চন্দ্রপুর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ১৪৪ ধারা জারি শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

তবে তৃণমূলের পক্ষ থেকে গোটা বিষয়টি অস্বীকার করে জানানো হয়েছে, ” পতাকা লাগানোর জন্যই বাঁশ কাটা হচ্ছে। এছাড়া অন্য কোনও উদ্দেশ্য তৃণমূলের নেই”। এ বিষয়ে সিপিআইএম নেতা জামিল ফিরদৌসের অভিযোগ, “যেহেতু তৃণমূল বুঝতে পেরেছে বোর্ড হাতছাড়া হবে, তাই আগাম সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে”।

২১ আসনের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে ১১ টি আসনে জিতেছে সিপিআইএম এবং কংগ্রেস জোট। ১০টি আসনে তৃণমূল জয়ী। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস জোট।

এর মধ্যেই বোর্ড গঠন প্রক্রিয়া একবার স্থগিত হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বোর্ড গঠন স্থগিত করেছিল প্রশাসন। পুনরায় হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। তার আগেই তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ্যে আসা এই ভিডিও রীতিমতো শোরগোল ফেলেছে গোটা এলাকায়।