Malda: মাছ ব্যবসায়ীর আন্তর্জাতিক মাদক কারবারের সিআইডি তদন্ত, ঘরেই মিলছে ১ কোটির বেশি

মালদহের (Malda) গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে (CID) সিআইডির। মাদক পাচারের কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী বলে সিআইডি তদন্তে সূত্র মিলছে। ঘরেই মিলেছে ১…

মালদহের (Malda) গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে (CID) সিআইডির। মাদক পাচারের কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী বলে সিআইডি তদন্তে সূত্র মিলছে। ঘরেই মিলেছে ১ কোটির বেশি টাকা।

মাছ ব্যবসায়ীর গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।এসপি সিআইডি আনিস সরকার জানিয়েছেন, উদ্ধার করা হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা। তিনি বলেন, রবিবার ।নারকোটিকসের মাধ্যমে খবর পান তাঁরা গাজোলের মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার। তদন্তে নেমে তার বাড়িতে মিলেছে ১ কোটি ৩৯ লক্ষ টাকা। সেই টাকা গুনতে আনা হয় মেশিন।

   

তহে ফেনসিডিল কারবারের সঙ্গে জয়প্রকাশ সাহা সরাসরি যুক্ত কি না বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন এসপি সিআইডি। প্রাথমিকভাবে একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে এই ঘটনার সঙ্গে আর আর কারা যুক্ত সেটা খুঁজে বের করতে চান সিআইডি। জয়প্রকাশকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, জয়প্রকাশ নামে ওই ব্যবসায়ী মূলত মাছের ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন জলাভূমি, পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করে থাকেন তিনি।