গ্রাম বাংলার গরম মেজাজ! চলছে তীব্র রাজনৈতিক সংঘর্ষ। স্পর্শকাতর জেলা (Malda) মালদা উত্তপ্ত। পঞ্চায়েত ভোটে বরাবরের মতো রাজনৈতিক সংঘর্ষ চলছে জেলার চাঁচলের একাধিক গ্রামে।
ভোটের আগে উত্তপ্ত চাঁচল। ভোর রাত থেকে ব্যাপক বোমাবাজি এলাকায়। ঘটনাটি চাঁচল থানার জালালপুর চোখা পাড়ায়। সেই এলাকায় ব্যাপক বোমাবাজি।আতঙ্কে পুরুষশূন্য হয়েছে গ্রাম।
বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তবে অভিযোগ অস্বীকার করেছে টিএমসি। জালালপুরে পুলিশ কার্যত অসহায়। এলাকাবাসীর অভিযোগ, ভোটের আগেই বোমাবৃষ্টি। তাহলে ভোটের দিন কী হবে? বাম কংগ্রেসের দাবি বুথ দখলের ছক রুখে দেওয়া গেছে।
কালিয়াচকেও চলছে রাজনৈতিক সংঘর্ষ। অভিযোগ একাধিক গ্রামে ভোটারদের ভোট না দিতে হুমকি দিচ্ছে তৃ়ণমূল। বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ। তবে তৃণমূল সব অভিযোগ উড়িয়ে দিয়েছে।