Malda: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ব়্যাগিংয়ের ভয়ে আত্মঘাতী, ছড়াচ্ছে ক্ষোভ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাগিং এর শিকার এক আদিবাসী ছাত্র। অভিযোগ পরিবারের। এর জেরেই মানসিকভাবে ভেঙে পড়ে সেই ছাত্র। আর তাতেই বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পিএইচডিরত…

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাগিং এর শিকার এক আদিবাসী ছাত্র। অভিযোগ পরিবারের। এর জেরেই মানসিকভাবে ভেঙে পড়ে সেই ছাত্র। আর তাতেই বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পিএইচডিরত ওই পড়ুয়া। মালদার (Malda) গাজোল থানা এলাকার বাড়ির বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছাত্র মৃত্যু ঘটনায় তীব্র অসন্তোষ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম উত্তম মাড্ডি। বয়স ২২ বছর। বাড়ি গাজোলের শিশাডাঙায়। গত ৩ রা অক্টোবর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ইতিহাসে পিজি নিয়ে ভর্তি হয়। ইউনিভার্সিটি হস্টেলে থাকছিল ওই পড়ুয়া। ভর্তি হওয়ার পর থেকেই ওই ছাত্রের সাথে অশালীন আচরণ শুরু করে সিনিয়র কয়েকজন, এমনই অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। এর দিন দুয়েক আগে মৃত ছাত্র বাড়িতে ফিরে আসে, সে কিছুতেই আর বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চাইছিল না‌। এরপর বাথরুম থেকে মৃত ছাত্রের দেহ ‌উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, ভালো রেজাল্ট নিয়ে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়, কিন্তু তার আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডির সুযোগ পেয়ে যাওয়ায়, সেখানে হস্টেলে থেকে পড়াশোনা শুরু করে। কিন্তু এক সপ্তাহ ধরে উত্তম হস্টেল ছেড়ে তার দিদির বাড়ি শিলিগুড়িতে থাকতে শুরু করে‌। হস্টেলে যেতে চাইছিল না সে‌। কিন্তু কিছু সিনিয়র তাকে হস্টেলে ডেকে পাঠাচ্ছিল। উত্তম জানিয়েছিল হস্টেলের সিনিয়ররা তার ওপর অমানবিক অত্যাচার করছে। সেটা সে আর সহ্য করতে পারছে না। বাড়ি থেকে কথাটি না বোঝায়, তাকে হস্টেলে ফিরে যেতে বলা হয়।

সংশ্লিষ্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গাজোল থানার পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে।