পুজোর ছোঁয়া এবার বাগান শিবিরে, বিশেষ উপহার পেলেন ফুটবলাররা

এবারের এএফসি কাপে এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ব্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। অন্যদিকে, একেবারেই উল্টো পরিস্থিতি বাংলাদেশের আরেক শক্তিশালী দল…

Mohun Bagan Footballers

এবারের এএফসি কাপে এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ব্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। অন্যদিকে, একেবারেই উল্টো পরিস্থিতি বাংলাদেশের আরেক শক্তিশালী দল বসুন্ধরা কিংসের। নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস ক্লাবের কাছে হেরে যাওয়ার পর সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে জয় পেয়েছে এই ফুটবল দল।

তাই, কিছুটা হলেও আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বসুন্ধরা ফুটবল দল। এবার তাদের লক্ষ্য, কোনোভাবে মোহনবাগান দলকে আটকে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়াই একমাত্র লক্ষ্য তাদের। তবে এত সহজে দমার নয় কলকাতার এই প্রধান। আইএসএলে অনবদ্য পারফরম্যান্স করার পর এবারের এএফসি কাপেও নিজেদের সেরা পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্য হুয়ান ফেরেন্দোর ছেলেদের। এখন থেকেই সেই ছক কষতে শুরু করে দিয়েছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

তাই পুজো ভুলে বর্তমানে গোটা দল নিয়ে অনুশীলন চালাচ্ছেন বাগানের আইএসএল জয়ী কোচ। গত পড়শু থেকেই ট্রায়ালে দেখা গিয়েছিল দিমিত্রি পেট্রতোসের দুই ভাইকে। গতকাল নিজেও এসে অনুশীলনে যোগ দিয়েছেন এই অজি তারকা। অন্যদিকে, জাতীয় শিবির থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন করতে মাঠে নামলেন না অধিনায়ক শুভাশিস বোস সহ অনিরুদ্ধ থাপা ও মনবীর সিং। মূলত ফিটনেস ট্রেনিং করতেই দেখা যায় দলের ফুটবলারদের। কারুর চোট আঘাতের সমস্যা না থাকলেও নিজেদের ঝালিয়ে নিলেন সকলে।

তারপর, ম্যাচের শেষে সমর্থকদের তরফ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হয় ফুটবলারদের হাতে। জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেট্রতোস হোক কিংবা হুগো বুমোস থেকে অনিরুদ্ধ থাপা। সকলের হাতেই আকর্ষণীয় দুর্গা মূর্তি তুলে দেওয়া হয় বাগান সমর্থকদের তরফ থেকে। বাদ যাননি বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সমর্থকদের তরফ থেকে এই অপ্রত্যাশিত উপহার পেয়ে আদতে খুশি সকলেই।