Malbazar Flash Flood: মালবাজার গিয়ে বিসর্জনে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলবেন মমতা

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দশমীর দিন বিসর্জনের সময় হড়পা বানের জন্য মালবাজারে‌(Malbazar Flash Flood) যে দুর্ঘটনা ঘটে,‌তার হাল হকিকত ও…

Mamata Banerjee

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দশমীর দিন বিসর্জনের সময় হড়পা বানের জন্য মালবাজারে‌(Malbazar Flash Flood) যে দুর্ঘটনা ঘটে,‌তার হাল হকিকত ও তদারকির জন্যই উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর। মালবাজারে গিয়ে নিহত আটজন এবং ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে দেখা করবেন তিনি। তাদের সব রকমের প্রতিশ্রুতি দিয়ে তাদের হাতে কিছু সাহায্য তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী নিহত ৮ জনের পরিবারের সাথে দেখা করবেন এবং তাদের সমস্যার কথা জানবেন বলে সূত্রের মারফত জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এই সফরে তার সাথে কে কে থাকছেন তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে অরুপ বিশ্বাসের থাকার সম্ভাবনাই জোরালো। 

মুখ্যমন্ত্রী নিজে পরিবারগুলির সাথে কথা বলতে আগ্রহী বলে তার দফতর থেকে জানানো হয়েছে। মালবাজারের দুর্ঘটনার জন্য প্রশাসনের কতখানি গাফিলতি আছে তা দেখবার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তাও খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে উত্তরবঙ্গের কয়েকজন বিশিষ্ট নেতৃত্বের সাথে কথা বলবেন বলে জানা গেছে। তবে সবকিছুই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর আসার উপরে। কারন মুখ্যমন্ত্রী নিজেই তার সফরসূচি তৈরী করেন,কাজেই তার উত্তরবঙ্গে না আসা পযর্ন্ত কিছুই বোঝা যাচ্ছে না ধরে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।