Loksabha Election 2024: বাংলার এই কেন্দ্রে শয়ে-শয়ে শতায়ু ভোটার! চমকে গেল কমিশন

শতবর্ষের ছড়াছড়ি! এত শতায়ু ভোটার দেখে চমকে গেছে খোদ নির্বাচন কমিশন।  তালিকায় এসেছে শয়ে শয়ে শতায়ু ভোটারের নাম। তথ্য নির্ভুল। ফলে কমিশন সব দিক খতিয়ে…

vote

শতবর্ষের ছড়াছড়ি! এত শতায়ু ভোটার দেখে চমকে গেছে খোদ নির্বাচন কমিশন।  তালিকায় এসেছে শয়ে শয়ে শতায়ু ভোটারের নাম। তথ্য নির্ভুল। ফলে কমিশন সব দিক খতিয়ে দেখে এইসব শতায়ু ভোটারদের ভোট দানের (Loksabha Election 2024) জন্য যাবতীয় ব্যবস্থা নিচ্ছে। নিয়মানুযায়ী ৮৫ বছর বয়সী ও বিশেষভাবে স্বক্ষম ভোটাররা বাড়ি থেকে ভোটদান করবেন। সেই নিয়মে পশ্চিমবঙ্গের একটি লোকসভা আসনেই আছেন ৩০০ জন শতবর্ষী!

তিনশ জন শতায়ু ভোটার! নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে ‘আকাশবাণী সংবাদ’ জানাচ্ছে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেই আছেন তিনশ জন শতবর্ষী ভোটার। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে যে, এদের মধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোটদাতার সংখ্যা সবচেয়ে বেশি। এই কেন্দ্রে ১০১ বছরের বেশি বয়সী ভোটদাতার সংখ্যা ৩০৯ জন। অন্যদিকে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে এই সংখ্যা সবচেয়ে কম ১১ জন।

নির্বাচন কমিশনের তথ্য:
পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনে মোট ৩ হাজার ৫৪১ জন ভোটদাতার বয়স ১০১ বছরের বেশি। এবার ৮৫ বছরের উর্ধ্বে ভোটদাতার সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন। পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৫৯ লক্ষ। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটদাতার সংখ্যা ১৫ লক্ষ ২৪ হাজার ৯৮৫ জন।

শতায়ুদের কেন্দ্র রায়গঞ্জ:
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রটি বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তরেখা সংলগ্ন। আর অন্য পাশে আছে বিহারের আম্ত:রাজ্য সীমানা। ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ বিধানসভা আসনগুলি নিয়ে লোকসভা কেন্দ্রটি গঠিত।

রায়গঞ্জের লড়াই:
গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটিতে জয়ী বিজেপির দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তবে তিনি দলীয়স্তরে তীব্র সমালোচিত হন। তাকে আর রায়গঞ্জে টিকিট দেয়নি বিজেপি। দেবশ্রী লড়ছেন দক্ষিণ কলকাতা থেকে। এই কেন্দ্রে তৃণমূল, বাম-কংগ্রেস জোট ও বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে।