Maoists Killed: পুলিশের সঙ্গে মাওবাদীদের রুদ্ধশ্বাস এনকাউন্টার, মৃত ৩

লোকসভা ভোটের মুখে নতুন করে মাওবাদী দমন অভিযানে সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে পূজারি কাঙ্কেরের কারিগুটা জঙ্গলে ছত্তিশগড় পুলিশের সহায়তায় তেলেঙ্গানার গ্রেহাউন্ডসের নেতৃত্বে…

লোকসভা ভোটের মুখে নতুন করে মাওবাদী দমন অভিযানে সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে পূজারি কাঙ্কেরের কারিগুটা জঙ্গলে ছত্তিশগড় পুলিশের সহায়তায় তেলেঙ্গানার গ্রেহাউন্ডসের নেতৃত্বে মাওবাদী (Maoists Killed) বিরোধী অভিযানে তিন মাওবাদী নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মাওবাদীদের দেহ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।  বিজাপুরের কোরচোলি ও লেন্দ্রার জঙ্গলে পুলিশ-নকশাল এনকাউন্টার সফল হওয়ার পর ফের বড়সড় এনকাউন্টার শুরু হয়। তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তের পূজারি কাঙ্কেরের কারিগুতার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশের এনকাউন্টার হয়। এনকাউন্টারে এখনও পর্যন্ত তিন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থল থেকে একটি এলএমজি ও একটি একে-৪৭ সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ছত্তিশগড়ের বিজাপুর পুলিশ ও গ্রেহাউন্ড দল যৌথ অভিযান শুরু করেছে। বিজাপুরের এসপি জিতেন্দ্র যাদব এই এনকাউন্টারের কথা জানিয়েছেন। পুরো মামলাটি উসুর থানা এলাকার। বস্তুত, তেলেঙ্গানা ও ছত্তিশগড় সীমান্তে বিজাপুর জেলার পূজারি কাঙ্কেরের কারিগুটার জঙ্গলে মাওবাদীদের হাঁটতে দেখা গিয়েছে বলে খবর পেয়েছিল পুলিশ। এরপরই ছত্তিশগড় পুলিশ ও তেলেঙ্গানার গ্রেহাউন্ড ফোর্স যৌথ অভিযান চালিয়ে ওই তরুণ মাওবাদীদের ঘিরে ফেলে। শুরু হয় গুলির লড়াই।