Jalpaiguri: নাগরাকাটার চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ

Leopard Caged in Jalpaiguri

চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। দুসপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। ফের নাগরাকাটার ভগৎপুর চা বাগানে (Jalpaiguri’s Nagrakata Tea Garden) খাঁচাবন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে। সেখানকার ৮ নম্বর সেকশনে আগে থেকেই খাঁচা পেতে রাখা হয়েছিল। সেখানে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ ছাগলের টোপে খাঁচাবন্দি হয়।

বনদপ্তরের বন্যপ্রাণ শাখার খুড়িয়া রেঞ্জের শাখার রেঞ্জর সজল দে বলেন, চিতাবাঘ টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গেছে, দিনকয়েক আগেই বাগানে ওই এলাকায় চিতাবাঘটি গরুকে শাবার করে। তখনই ৮ নম্বর সেকশনে খাঁচা পাতার বন্দোবস্ত করেন বাগান কর্তৃপক্ষ।

   

সহকারী ম্যানেজার অশোক ঝা বলেন, ৫ এবং ১৯ নম্বর সেকশনেও চিতাবাঘের আনাগোনা টের পাওয়া যাচ্ছে। শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিন ভোরে চিতাবাঘ বন্দি হওয়ার‌ খবর ছড়িয়ে পড়তেই শয়ে শয়ে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান। খবর পেয়ে খুড়িয়া রেঞ্জের বনকর্মীরাও চলে আসেন। খাঁচাসহ চিতাবাঘটিকে নিয়ে তারা চলে যান গাড়িতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন