কালিম্পঙে ধস, আটকে একাধিক পর্যটক

 

দক্ষিণ শুকনো থাকলেও একেবারে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। টানা বৃষ্টির জেরে এবার মঙ্গলবার ১০ নম্বর জাতীয় সড়কে ধস । ধস নামার জেরে শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং কালিম্পঙ যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । শিলিগুড়ি থেকে কালিম্পঙ এবং সিকিম যাওয়ার গাড়িগুলি আটকে রয়েছে ।

   

 

অন্যদিকে সিকিম এবং কালিম্পঙ থেকে শিলিগুড়ি আসার পথে গাড়িও আটকে থাকার ফলে দু’দিকের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে । মঙ্গলবার সকালে বিরিক ধারার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে এই ধস নামে । ধস সরানোর জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী এবং ট্রাফিক পুলিশ পৌঁছান ঘটনাস্থলে । শেষ পাওয়া খবর অনুযায়ী, জোরকদমে ধস সরানোর কাজ চলছে । এদিকে আচমকা ধসের কারণে আটকে পড়েছে বহু মানুষ। যারা সিকিম থেকে শিলিগুড়ির দিকে নেমে আসছিলেন তারা মাঝপথে আটকে যান। এছাড়া আটকিয়ে পড়ে বহু পণ্যবাহী গাড়ী। ধস সরানোর কাজ চালাচ্ছে প্রশাসন। সেইসঙ্গে এই কাজে হাত লাগিয়েছেন সাধারণ মানুষও। এদিকে ধসের কারণে একাধিক পর্যটক আটকে পড়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন