Kaliaganj: ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় সাহেবঘাটায় শিশু সুরক্ষা কমিশনের দল, কী বলছে প্রশাসন ?

এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliaganj)। সেখানে বিক্ষোভ, অবরোধ, আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।

Students of Kaliaganj protesting against the government's decision.

এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliaganj)। সেখানে বিক্ষোভ, অবরোধ, আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।  উল্লেখ্য, কালিয়াগঞ্জের (Kaliaganj) সাহেবঘাটা স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর , বিষক্রিয়ায় মৃত্যু। শুক্র, শনি দুদিনই বিক্ষোভ চলে। অশান্তির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার সকালে সাহেবঘাটায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দল। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো নিজে ঘটনাস্থলে যাবেন বলে জানা যাচ্ছে।  তবে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার বলেন, ‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ার উল্লেখ রয়েছে। কোনও আঘাতের চিহ্ন শরীরে নেই। আমরা সমস্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত করছি।’

ইতিমধ্যেই সাহেবঘাটা পরিদর্শন করেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, রায়গঞ্জের এসপি সানা আখতার এবং তদন্তে আসে রাজ্য শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের টিম।  এই ঘটনায় রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘একের পর এক এই ধরনের ঘটনা ঘটলেও নির্বিকার রাজ্য প্রশাসন। অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।’

পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘সিবিআই তদন্ত তো চাইবেনই। যাতে নিজেদের মতো করে তদন্তকে প্রভাবিত করা যায়। এইসব কমিশন উত্তরপ্রদেশের উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ বা পুলিশের সামনে খুন করার ঘটনার সময় তাঁরা যান না কেন?‌’

জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো জানান, “কিশোরীর মা গুরুতর অভিযোগ করেছেন। ঘটনাস্থলে গিয়ে পুরো পরিস্থিতি দেখে কেন্দ্রকে রিপোর্ট দেব। পুলিশ যেভাবে মৃতদেহ টেনে নিয়ে গিয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনাকে মোটেই মানবিক বলা যায় না।”

তিনি এও বলেন, “পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একটা মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে খুন করা হল। তাঁর মা আমাকে অভিযোগ করেছেন। পুলিশ যেভাবে নাবালিকার দেহ টেনে নিয়ে যাচ্ছে, সে ভিডিয়ো আমরা দেখেছি। গ্রামের লোকজন এবং তদন্তকারী অফিসারের সঙ্গে আমরা কথা বলব।”