HomeWest BengalNorth BengalKaliaganj : গুলিতে নিহত যুবকের আত্মীয়দের দাবি CID নয় CBI চাই

Kaliaganj : গুলিতে নিহত যুবকের আত্মীয়দের দাবি CID নয় CBI চাই

- Advertisement -

কালিয়াগঞ্জ (Kaliaganj) যুবকের মৃত্যুর তদন্তভার গেল সিআইডির (CID) হাতে। তবে নিহতের আত্মীয়রা দাবি করছেন সিবিআই (CBI) তদন্ত চাই। নিহতের বাবা রবীন্দ্রনাথ বর্মন, স্ত্রী গৌরীদেবী ও আত্মীয়দের তরফে কালিয়াগঞ্জ থানার আইসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে তদন্তভার পাওয়ার পর কাজ শুরু করতে চলেছে রাজ্যের গোয়েন্দা দফতর। ডিআইজি অনুপ জয়সওয়াল জানিয়েছেন, গোয়েন্দা বিভাগের অফিসাররা যোগাযোগ করেছেন। তবে কবে থেকে তাঁরা কাজে নামবেন, তা এখনও জানানো হয়নি।

   

গত বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য বিষ্ণু বর্মণের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মণকে গুলি করে খুনের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, নিহতেপ শরীরে বুলেটের আঘাত মিলেছে।

গত বুধবার কালিয়াগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে যায় পুলিশ। সেখানেই ফের অশান্তি বাধে। তাতেই গুলি চলে বলে অভিযোগ। সেই ঘটনায় মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মণের। এরপরই ঘটনায় লাগে রাজনীতির রং। যার প্রতিবাদে উত্তরবঙ্গজুড়ে বনধের ডাক দেওয়া হয় বিজেপির তরফে। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর প্রতিবাদে রবিবার মিছিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন মানধিকার কমিশনের প্রতিনিধিরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular