TMC MP Dev: কাটমানি নেওয়ার অভিযোগে দেবের বিরুদ্ধে ঘাটাল জুড়ে পোস্টার

তৃণমূল সাংসদ দেবের (TMC MP Dev) নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছেন তৃণমূলের নীচুস্তরের নেতারা। অভিযোগ করলেন দেব ওরফে দীপক অধিকারীর জ্যাঠাতুতো ভাই বিক্রম অধিকারী

Ghatal residents outraged over allegations of cut money taken by TMC MP Dev

তৃণমূল সাংসদ দেবের (TMC MP Dev) নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছেন তৃণমূলের নীচুস্তরের নেতারা। অভিযোগ করলেন দেব ওরফে দীপক অধিকারীর জ্যাঠাতুতো ভাই বিক্রম অধিকারী। এমনকি দেবের ভাইকেও কাটমানি দিতে হয়েছে আবাস যোজনার টাকা পেতে। যা নিয়ে গর্জে উঠল বিজেপি। সাংসদ দেবের ভাইকে কাটমানি দিতে হলে সাধারণ মানুষের অবস্থা কী? প্রশ্ন তুলে ঘাটাল শহরজুড়ে পোস্টার বিজেপির।

ঘাটাল শহরের পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ঘাটাল কলেজ, এসডিও অফিস চত্ত্বর সহ সমস্ত জায়গায় পড়েছে পোস্টার। আর এই পোস্টারকে ঘিরে রীতিমতো শোরগোল অভিনেতা দেবের সাংসদ এলাকায়। এমনকি সাংসদের পদত্যাগের দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির।

পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে৷ যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। দেবের নাম জড়াতেই সরব হয়েছেন তাঁর সতীর্থ হীরণ। অভিনেতার দাবি, সমস্ত সরকারি প্রকল্পে ৩০ শতাংশ কাটমানি নিয়েছেন ঘাটালের সাংসদ দেব। শুধু তাই নয়, কয়েকজন এজেন্ট ছেড়ে রেখেছেন বলেও অভিযোগ করেন হিরণ। সোমবার দেওয়াল লিখনে হাত লাগালেন বিধায়ক শীতল কপাটি।

এবিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, দেবের ভাই বলে খবরটা হয়েছে। এরকম হাজার হাজার মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। কে অধিকার দিয়েছে ওদের? আমরা নাম গুলো খুঁজে খুঁজে দিল্লি পাঠিয়েছি। আমি নিজে কেশিয়ারি থেকে এক গুচ্ছ নাম পাঠিয়েছি। তাঁরা অন্য পার্টি করে। তাই একটা নাম নয়, এরকম হাজার হাজার নাম আছে, যাদের বাড়ি দেওয়া হয়নি৷