Kaliaganj: কিশোরীর অস্বাভাবিক মৃত্যুতে কালিয়াগঞ্জ থানায় আগুন, পুলিশের বন্দুক কেড়ে হামলা

কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আন্দোলনে নামে রাজবংশী তফসিলি ও আদিবাসী সংগঠনগুলির সমন্বয় কমিটি। পুলিশকে লক্ষ্য করে ইট…

কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আন্দোলনে নামে রাজবংশী তফসিলি ও আদিবাসী সংগঠনগুলির সমন্বয় কমিটি। পুলিশকে লক্ষ্য করে ইট মারার অভিযোগ উঠেছ থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকারী ছত্রভঙ্গ করে কাঁদানে গ্যাস ফাটায় পুলিশ। কালিয়াগঞ্জ থানার পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, বিজেপির প্ররোচনায় গোটা ঘটনাটি ঘটেছে। থানায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি।

গত শুক্রবার সকালে কালিয়াগঞ্জের পালোইবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয় দ্বাদশ শ্রেণিতে পাঠরতা এক কিশোরীর মৃতদেহ। ঘটনায় উত্তাল হয়ে আছে এলাকা। দফায় দফায় বিক্ষোভ চলছে কালিয়াগঞ্জে। শনিবারও পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে রণক্ষেত্র আকার নিয়েছিল কালিয়াগঞ্জ। গোটা ঘটনায় চার জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।