HomeWest BengalNorth BengalJalpaiguri: বেতনহীন ক্ষুব্ধ কর্মীদের ঘেরাটোপে ম্যানেজার, পুলিশ করল উদ্ধার

Jalpaiguri: বেতনহীন ক্ষুব্ধ কর্মীদের ঘেরাটোপে ম্যানেজার, পুলিশ করল উদ্ধার

- Advertisement -

বেতন বৃদ্ধির দাবি নিয়ে ম্যানেজার সহ কয়েকজনকে অফিস রুমে আটকে রাখলেন কর্মীরা। রবিবার, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি ব্লকের, টোল প্লাজার অফিস রুমে তালা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কর্মীদের দাবি, তাদের পিএফ এবং বেতন বৃদ্ধি করতে হবে। ম্যানেজার জানান মালিক তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

দীর্ঘ দেড় মাস যাবত ম্যানেজারকে জানানো হলেও মালিক তাদের সঙ্গে এ নিয়ে কোন যোগাযোগ বা কথাবার্তা বলেননি। এরপরই শ্রমিকরা কাজ বন্ধের ডাক দেন। তারপরও ম্যানেজার আলোচনায় না বসলে কর্মীরা শুক্রবার ময়নাগুড়ি থানায় যোগাযোগ করেন। রবিবার বিকাল তিনটা নাগাদ টোল প্লাজার অফিস রুমের মেন গেট তালা লাগিয়ে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ কর্মী ও ম্যানেজারের সঙ্গে কথা বলে।

   

ম্যানেজার জানান, কয়েকদিনের মধ্যে মালিক সেদিন এসে কর্মীদের সঙ্গে কথা বলে মীমাংসা করে নেবেন। এরপরেই স্থানীয় কর্মীরা তাদের বিক্ষোভ তুলে নেন

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular