জম্মু-শ্রীনগর (Kashmir) হাইওয়ের ওপর রামবানের জেলায় নির্মিয়মাণ সুড়ঙ্গে চাপা পড়ে এ রাজ্যের পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকদের দেহ অ্যাম্বুলেন্সে করে জলপাইগুড়ির ধুপগুড়ি নিয়ে আসা হচ্ছে।
Advertisements
গত শুক্রবার জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর রামবান জেলায় নির্মিয়মাণ সুড়ঙ্গ ধসে যায়। ঘটনায় চাপা পড়েন ১০ জন শ্রমিক। এর মধ্যে পাঁচ জন ধুপগুড়ির বাসিন্দা। মৃতদের নাম পরিমল রায়, দীপক রায়, সুধীর রায়, যাদব রায় গৌতমক রায়। প্রথমে মৃত শ্রমিকদের দেহ বিমানে নিয়ে আসার কথা বলা হলেও পরে জানা যায় অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হচ্ছে।
Advertisements
ঘটনাস্থল থেকে জেসিবি দিয়ে শুরু হয় উদ্ধারের কাজ। কিন্তু পাথর সরাতে গিয়ে আরও মাটি ধসে যাওয়ায় আরও বেশি সমস্যা দেখা দেয়। পরে সেই এলাকা থেকে পাঁচ জন বাঙালি শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়৷