Jalpaiguri: রাজবংশী-মতুয়া ভোটে ধস নেমেছে, ধূপগুড়িতে পরাজয়ের ইঙ্গিত পাচ্ছে বিজেপি

তৃণমূল-বিজেপি-বাম ধূপগুড়ি কার দখলে? এই প্রশ্ন সামনে রেখে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল গণনার আগেই পরাজয়ের ইঙ্গিত পেল বিজেপি। দলীয় নেতারা সাংগঠনিকস্তরে রাজবংশী ও…

তৃণমূল-বিজেপি-বাম ধূপগুড়ি কার দখলে? এই প্রশ্ন সামনে রেখে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল গণনার আগেই পরাজয়ের ইঙ্গিত পেল বিজেপি। দলীয় নেতারা সাংগঠনিকস্তরে রাজবংশী ও মতুয়া ভোটে ধস নামার বার্তা দিলেন। ধূপগুড়িতে এই দুই সম্প্রদায়ের ভোটার বেশি। গত ২০২১ বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।

গত ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন হয়েছে। ৮ সেপ্টেম্বর, শুক্রবার গণনা।  উত্তরবঙ্গের এই বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী কারণ লড়াইয়ে নেমেছে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।

ধূপগুড়িতে রয়েছে মোট বুথ ২৬০টি। নির্বাচনের দু-দিন আগেই তৃ়ণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এর জেরে বিজেপি শিবির ছেড়ে শতাধিক সমর্থক তৃণমূলে চলে যান। আর নিজেদের ভোট ধরে রাখার দাবি করেছে সিপিআইএম। জোট শরিক কংগ্রেসের ভোট কতটা আসবে তা নিয়ে চিন্তিত বাম শিবির।