Jalpaiguri: ধূপগুড়ির ভিড়ে ঠাসা মেলায় চলল গুলি, তীব্র আতঙ্ক

ভিড়ে ঠাসা মেলায় চলল গুলি। তীব্র আতঙ্কিত দর্শনার্থীরা। জলপাইগুড়ির (jalpaiguri) ধূপগুড়ির সোনাখালি এলাকায় নবর্ষবরণের রাতে গুলি কে চালাল?  Advertisements নববর্ষ উদযাপনে রবিবার থেকেই ধূপগুড়ির সোনাখালি…

ভিড়ে ঠাসা মেলায় চলল গুলি। তীব্র আতঙ্কিত দর্শনার্থীরা। জলপাইগুড়ির (jalpaiguri) ধূপগুড়ির সোনাখালি এলাকায় নবর্ষবরণের রাতে গুলি কে চালাল? 

Advertisements

নববর্ষ উদযাপনে রবিবার থেকেই ধূপগুড়ির সোনাখালি এলাকায় চলছিল ওরস মেলা। সোমবার  মেলার শেষ দিনে গুলি চলার ঘটনা ঘটে। গুলি চলার জেরে আতঙ্ক ছড়ায়। তবে পরে জানা যায় কোনও দুষ্কৃতি হামলা নয়, পুলিশের বন্দুক থেকে গুলি ছিটকে গেছে।

   

ওরস মেলা প্রাঙ্গণের মাজার শরিফের কাছে থাকা এক পুলিশ কর্মীর বন্দুক থেকে আচমকা গুলি বেরিয়ে যায়। এক ব্যক্তি দাবি করেন তিনি আহত। তবে গুলিবিদ্ধ নন। তার হাত ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। জানা যাচ্ছে, পুলিশের বন্দুক থেকে গুলি ছিটকে গেছে।