Kolaghat: তিন কোটি টাকার বেশি গয়না-নগদ টাকা নিয়ে চম্পট কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী

Kolaghat: মোটা টাকা প্রলোভন দেখিয়ে দুটি স্বনির্ভর গোষ্ঠী মহিলা ও স্থানীয় বাসিন্দার কাছ থেকে নগদ টাকা সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দিল এক স্বর্ণ ব্যবসায়ী। …

Kolaghat Gold Merchant

Kolaghat: মোটা টাকা প্রলোভন দেখিয়ে দুটি স্বনির্ভর গোষ্ঠী মহিলা ও স্থানীয় বাসিন্দার কাছ থেকে নগদ টাকা সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দিল এক স্বর্ণ ব্যবসায়ী।  সোনা ও টাকা মিলে প্রায় তিন কোটি টাকা বলে স্থানীয় বাসিন্দা থেকে দুই স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দাবি।  ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে (Kolaghat) রাইন এলাকায়।  অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী কার্তিক সাহু।  তার স্থানীয় রাইন রাজারে সোনার দোকান রয়েছে।  অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন দুই স্বনির্ভর গোষ্ঠী মহিলা থেকে স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রাইন এলাকায় কার্তিক সাহুর একটি সোনার দোকান রয়েছে। এখানে দুই স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের কাছ থেকে মোটা টাকা সুদ দিবে বলে টাকা ধার নেয়। বেশ কিছুদিন টাকা ধার নেওয়া পর, সূদ ফেরত দিত ওই স্বর্ণ ব্যবসায়ী।  গত দু’দিন ধরে দোকান বন্ধ বাড়ি থেকে উধাও।  ফোন করলে মোবাইল সুইচ অফ। তারপরেই সন্দেহ জন্মায়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করলেও কোন সন্ধান দিতে পারেনি।  স্বর্ণ ব্যবসায়ী কার্তিক সাহু প্রায় তিন কোটি টাকা বেশি আপনার গয়না নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে মহিলাদের অভিযোগ।

   

কোলাঘাটে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মাধব সামন্ত বলেন ” দীর্ঘদিন ধরে ওই স্বর্ণ ব্যবসায়ী কার্তিক সাহু।  সোনার গয়না বন্ধক রেখে টাকা ধার দিতো। তারপরেও স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের কাছ থেকে মোটা টাকা সুদ দিবে বলে টাকা নিতো। এছাড়াও সোনার গয়না বন্ধক নিতো। পুলিশ প্রশাসনকে জানাবো “।

স্থানীয় এক মহিলা বলেন, ” গত ছ মাস ধরে টাকা নিয়ে সুদ সহ ফেরত দিত। সেখান থেকে বিশ্বাস জন্মায়। এরকম ঘটনা ঘটবে ভাবতে পারিনি। পুলিশকে অনুরোধ করবো অবিলম্বে যেন তাকে গ্রেফতার করে “।