Malda: মালদায় উদ্ধার বিপুল বোমা

নির্বাচন পর্ব মিটে গেলেও এখনো পর্যন্ত মিলছে বোমা। এবার মালদার দুটি জায়গা থেকে উদ্ধার হল বোমা। একটি বৈষ্ণবনগরের চন্দ্রমোহন দাস লিচু বাগান থেকে অন্যটি হরিশ্চন্দ্রপুরে…

তিন সপ্তাহ কেটে গেছে পঞ্চায়েত ভোট। অশান্তি থামেনি এখনও। বীরভূমে (Birbhum) সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামে ফের উদ্ধার বোমা ভর্তি ড্রাম।

নির্বাচন পর্ব মিটে গেলেও এখনো পর্যন্ত মিলছে বোমা। এবার মালদার দুটি জায়গা থেকে উদ্ধার হল বোমা। একটি বৈষ্ণবনগরের চন্দ্রমোহন দাস লিচু বাগান থেকে অন্যটি হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের পিছন থেকে উদ্ধার হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি উদ্ধার করে।

জানা গিয়েছে গতকাল বিকেলে বৈষ্ণবনগর থানার মণ্ডল পাড়া এলাকা থেকে দুটি পাত্র ভর্তি বোমা উদ্ধার হয়। বোমাগুলি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াড বাহিনী নিয়ে।

এর পাশাপাশি গতকাল রাতে হরিশ্চন্দ্রপুর হাসপাতালের পেছনের দিকে ঠিক ১০০ মিটার দূরে ধান ক্ষেতের মধ্যে থেকে তিনটি বোমা উদ্ধার। এখানেও স্থানীয়দের নজরে বোমা পড়তেই তারা পুলিশকে খবর দেয়। এরপর বোম স্কোয়াড বাহিনী এসে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায়।

পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরেও রাজ্য জুড়ে একাধিক জায়গায় বোমা মিলছে। নির্বাচনে হরির লুটের বাতাসার মত পড়েছে বোমা। তার পরেও বোমা মেলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। তবে এই দুই জায়গায় কে বা কারা বোমা রেখে গিয়েছিল এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।