Cooch Behar: ভোটের আগুনে জ্বলছে বাংলা! বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন

ভোটের আগুনে জ্বলছে বাংলা। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন। মৃতের সংখ্যা বেড়ে হল ২৪ (সকাল ৮;১৫)। জানা গিয়েছে কোচবিহারের ফলিমারিতে এই ঘটনা…

ভোটের আগুনে জ্বলছে বাংলা। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন। মৃতের সংখ্যা বেড়ে হল ২৪ (সকাল ৮;১৫)। জানা গিয়েছে কোচবিহারের ফলিমারিতে এই ঘটনা ঘটে। বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে মারা হয়। মৃত পোলিং এজেন্টের নাম মাধব বিশ্বাস। অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।

পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত রাজ্য। মুর্শিদাবাদে জোড়া খুন হয়। একদিকে রানিনগরে টিএমসি কর্মীকে বাঁশ-লাঠি পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। অপরদিকে খড়গ্রামে ফুলচাঁদ শেখের মৃতুতে মূল অভিযুক্ত-এর দেহ উদ্ধার হয়।

   

ভোটের আগে থেকে বারবার রক্তাক্ত হয়েছে কোচবিহার। ভোটের দিন সকাল থেকেই রক্তাক্ত ভোটপর্ব। সংঘর্ষ কবলিত কোচবিহা ঘুরে গেছিলেন রাজ্যপাল। তিনি ফিরে যাওয়ার পর আরও রাজনৈতিক সংঘর্ষ ছড়ায়। গুলিবিদ্ধ ও নিহতের ঘটনায় উত্তরবঙ্গে কোচবিহার বারবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। বাংলাদেশ সংলগ্ন জেলায় প্রতিবেশি দেশ থেকে ভাড়া করা খুনি এনে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি দুপক্ষ।

কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষ চরমে। এই জেলায় শাসক তৃ়নমূল বনাম বিরোধী বিজেপির সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি। দুই শিবিরের দুই মন্ত্রীর পরস্পরের প্রতি হুঁশিয়ারি চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারি, পায়ে দড়ি বেঁধে ছ্যাচরাতে ছ্যাঁচরাতে নিয়ে যাবে।’ এর পরেই নতুন করে সংঘর্ষ শুরু কোচবিহারে।

পঞ্চায়েত ভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসের সাথে মূল লড়াই কার? রাজনৈতিক মহলে এই আলোচনা তীব্র। বিশ্লেষকরা বলছেন, গত পঞ্চায়েত ভোটের সাথে এবারের ভোটের তুলনা করলে দেখা যাচ্ছে বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপি কয়েকটি পকেট এলাকা ছাড়া গোটা রাজ্যে সাংগঠনিক দূর্বলতায় ভূগছে।

 

 

রাতেই বোমা বৃষ্টি শুরু। শনিবার সকালে ভাঙড়ের ভোট কেমন হতে চলেছে তা বুঝিয়ে দিল শুক্রবার রাতের পরিস্থিতি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ও বাম-আইএসএফ জোট সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ হচ্ছে। ঝাঁটা, কাটারি নিয়ে মহিলারা রাস্তায় নামলেন।

ভাঙড়ের সাতুলিয়ায় CPIM ও ISF জোটের সাথে তৃণমূলের সংঘর্ষ চলে। পরপর বোমাবাজিতে উত্তপ্ত এলাকা। দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষ চলছিল। তবে রাতে সেই সংঘর্ষ বড় আকার নেয়।

তৃণমূলের অভিযোগ, বাম ও আইএসএফ বুথ লুঠ করছে। আর স্থানীয় মহিলারা বলছেন, বিকেল থেকে তৃণমূলের বাইক বাহিনী চক্কর কাটছিল। ওরাই হামলা করেছে। শতাধিক মহিলা ঝাঁটা, কাটারি নিয়ে রাস্তার উপর জড়ো হন। তারাও পাল্টা মার শুরু করেন। সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই ভাঙড় ছিল রক্তাক্ত। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে যান রাজ্যপাল। শনিবারও তিনি সংঘর্ষ কবলিত এলাকাটি ফের পর্যবেক্ষণ করবেন বলে রাজভবন সূত্রে খবর।

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সওকত মোল্লা, তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গত বিধানসভা ভোটে এই আসনটি তৃণমূলের হাতছাড়া হয়। বিধায়ক তথা ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির দাবি, এলাকার দখল নিতে মরিয়া তৃণমূল। শাসকদলের অভিযোগ, ভাঙড়ে অশান্তি ছড়াচ্ছেন নওশাদ।

পঞ্চায়েত ভোট আগেও রক্তাক্ত হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। গ্রাম বাংলার গরম মেজাজের ভোট। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে একের পর এক রাজনৈতিক খুন, বোমা হামলা, গ্রাম দখলের রাজনৈতিক সংঘর্ষে সবকটি জেলা উত্তপ্ত।রক্তাক্ত ও অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সরাসরি নির্বাচন কমিশনকেই তুলোধনা করেছেন। তাঁর নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের সমালোচনা করছেন রাজ্যপালও বিতর্কে জড়িয়েছেন। কারণ, তিনিই রাজীব সিনহার নামে শিলমোহর দেন।