HomeWest BengalNorth BengalFlash Flood: পাহাড়ি নদীতে বান আসবে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা

Flash Flood: পাহাড়ি নদীতে বান আসবে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা

উত্তরে ফের মেঘের ঘনঘটা। অতি বৃষ্টির কারণে সিকিম, ভুটান থেকে নেমে আসা নদীগুলি ফুলে ফেঁপে উঠবে।

- Advertisement -

ফের কি বান আসবে মাল নদীতে? আবহাওয়া বিভাগের তরফে প্রবল বৃষ্টি সম্ভাবনা জানানোর পর জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মালবাজারে (Malbazar) আতঙ্ক বাড়ল। বিজয়া দশমীর দিন বিসর্জনের সময় হড়পা (হড়কা) বান (Flash Flood) এসে দর্শনার্থীদের ভাসিয়েছিল মাল নদী। নিহত সরকারি হিসেবে ৮ জন। শনিবার ফের জলস্তর বাড়ে। রবিবারও ভরা নদী। এর মাঝে কালিম্পং (Kalimpong) ও ভুটান পাহাড়ে (Bhutan Pahar) বৃষ্টির জেরে বান আসার সম্ভাবনা বাড়ল।

  • তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা সহ বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে পারে।
  • মাল নদীতে ফের হড়পা আশঙ্কা।
  • সিকিম ও উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

উত্তরে ফের মেঘের ঘনঘটা। অতি বৃষ্টির কারণে সিকিম, ভুটান থেকে নেমে আসা নদীগুলি ফুলে ফেঁপে উঠবে। আলিপুর হাওয়া অফিস থেকে উত্তরবঙ্গ ও সিকিমে অতিবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয়েছে উত্তরবঙ্গে ও সিকিমে। ফলে ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।

   

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

প্রতিবেশি রাজ্য সিকিমে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সিকিমে বৃষ্টির ফলে আন্তরাজ্য সড়ক পরিবহণ ব্যবস্থা ধসের কারণে আটকে যেতে পারে এমনই আশঙ্কা। দুর্গাপূজা তথা শারোদতসবের সময় যারা উত্তরবঙ্গে ও সিকিমে ঘুরতে গেছেন তাদের সতর্ক করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular