শিক্ষক নেতার নামে ফেইসবুকে ভুয়ো একাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করার ঘটনায় দক্ষিণ দিনাজপুরের গাঙ্গরামপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। এই ঘটনায় এলাকার শিক্ষক সমাজসহ সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েছেন।
শিক্ষক নেতা সুব্রত মুখোপাধ্যায় ইন্দ্রনারায়ণপুর কলোনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তৃণমূলের শিক্ষক সংগঠনে রদবদলের কারণে সুব্রত বাবুকে দক্ষিণ দিনাজপুরের মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি করা হয়েছে। রবিবার বিকেলে তার নাম একটি ভুয়ো ফেইসবুক একাউন্ট খুলে প্রতারণার ছক কষে দুষ্কৃতীরা। ব্যাপারটি নজরে আসতেই তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার , পঞ্চায়েত সমিতির সহকারী রঞ্জন প্রামানিক কে সঙ্গে নিয়ে দ্রুত থানায় অভিযোগ করেন।
সুব্রত বাবুর কথা অনুযায়ী একাউন্ট টি থেকে তার পরিচিতিদের কাছে বন্ধুত্বের অনুরোধ যায় এবং হোয়াটস্যাপ এর নম্বর চাওয়া হয়। যারা হোয়াটস্যাপ নম্বর দিয়েছেন তাদের কাছ থেকে টাকাও চাওয়া হয় বলে অভিযোগ। এর পরেই স্থানীয় থানা এবং সাইবার সেল এ অভিযোগ জানানো হয় সুব্রত বাবুর তরফ থেকে। তার বক্তব্য অনুযায়ী কেউই সন্দেহের উর্ধে নয় , কেউ বা কারা তাকে কালিমা লিপ্ত করতে চেষ্টা করছে।
সুব্রত বাবু সদ্য দলীয় পদ পেয়েছেন তাই সন্দেহ করা হচ্ছে নির্দিষ্ট কোনো মাদ্ধমে থেকে তার বিরুদ্ধে চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে। গাঙ্গরামপুর থানার পুলিশ প্রশাসন বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো একাউন্টের আইপি অ্যাড্রেস চিহ্নিত করার কাজ চলছে, এবং ইতিমধ্যেই একাধিক প্রতারক চক্রের সদস্যদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, “এই ধরনের প্রতারণা রোধ করতে এবং দুষ্কৃতীদের ধরতে আমরা তৎপর আছি। খুব শিগগিরই এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করা হবে।”